Ganesh Puja: জীবনে তিক্ততা-অশান্তি লেগেই রয়েছে? বুধবার এই উপায়ে সিদ্ধিদাতার পুজোয় মিটবে সমস্যা
শ্রী গণেশকে সমস্ত দেবতার মধ্যে প্রথম পূজিত বলে মনে করা হয়। তাঁর ধ্যানে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। বুধবার গণপতিকে উৎসর্গ করা হয়। এই দিনে, ভক্তরা ভগবান গণেশের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। এটি বিশ্বাস করা হয় যে বুধবার গৃহীত ব্যবস্থাগুলি গণপতিকে দ্রুত খুশি করে এবং ভক্তদের সমস্ত বাধা দূর করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদূর্বা অর্থাৎ সবুজ ঘাস গণেশের খুব প্রিয়। গণপতিকে খুশি করতে, বুধবার মন্দিরে যান এবং গণপতি বাপ্পার পায়ে ১১টি বা ২১টি দূর্বা ঘাস অর্পণ করুন। এই প্রতিকার করলে আপনার জীবনে আসা সমস্যা শেষ হতে শুরু করে।
বুধবার ভগবান গণেশের মন্দিরে গিয়ে সবুজ জিনিস দান করুন। এই দিনে সবুজ রঙের জামাকাপড়, খাদ্যসামগ্রী বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস দান করলে বুধের দোষ দূর হতে শুরু করে।
গণেশের পাশাপাশি বুধবারকেও বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। বুধবার সবুজ পোশাক পরা শুভ। অন্যদিকে, যদি আপনার বুধ দুর্বল হয়, তবে সবসময় আপনার সঙ্গে একটি সবুজ রুমাল রাখুন।
বুধবার গণেশজিকে জাফরান সিঁদুর নিবেদন করতে হবে। এতে করে জীবনে আসা সকল সমস্যা ও ঝামেলা দূর হয়ে যায়। এই দিনে সবুজ মুগ অভাবগ্রস্তকে দান করতে হবে। এতে করে সম্পর্কের তিক্ততা দূর হয়।
বুধবার এক মুঠো সবুজ মুগ নিন। একটি সবুজ কাপড়ে বেঁধে সকালে মন্দিরের সিঁড়িতে চুপচাপ রেখে দিন। এই প্রতিকার করলে গণপতির আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের সমস্যা দূর হয়।
প্রতি বুধবার গণেশকে মোদক অর্পণ করুন। এই মোদক নিজে না খেয়ে অন্যকে খাওয়ান। এতে করে বান্দার উন্নতির সম্ভাবনা থাকে। ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -