Ganesh Puja Wednesday : বুধবার এই কয়েকটি নিয়ম মানলেই পাবেন গণেশের আশীর্বাদ, দূর হবে সকল বিঘ্ন

বুধবার, গণেশের পাশাপাশি বুদ্ধদেবেরও পুজো করুন। এতে গণেশ প্রসন্ন হন এবং বুদ্ধদেবের আশীর্বাদও লাভ করেন।

Ganesh Puja Wednesday : বুধবার এই কয়েকটি নিয়ম মানলেই পাবেন গণেশের আশীর্বাদ, দূর হবে সকল বিঘ্ন

1/8
যে কোনও পুজোর আগেই পুজো করতে হয় ভগবান গণেশকে। সব দেবতাদের মধ্যে প্রথম উপাসনা করা হয় গণপতিকে। তাঁকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
2/8
গণেশ তাঁর ভক্তদের কষ্ট দূর করেন, তাই তাকে বিঘ্নহর্তাও বলা হয়। শাস্ত্রে বুধবার দিনটিকে গণেশের পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে।
3/8
বুধবার গণেশ পুজোর বিধান রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনটি ভগবান গণেশের খুব প্রিয় এবং এই দিনের উপাসনায় তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
4/8
পুরাণ অনুসারে, ভগবান শিব প্রথমে ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন, তখন তিনি কেন ব্যর্থ হলেন, তা নিয়ে ভাবতে বসেন। কী কারণে তাঁর কাজে বাধা এল, তা নিয়ে তিনি চিন্তা করেছিলেন।
5/8
তখন তিনি বুঝতে পারেন যে, নিজের ছেলে গণেশের পুজো না করেই যুদ্ধ শুরু করেছেন। গণেশের পুজো করেন তিনি । এর পরে যুদ্ধ হলে ত্রিপুরাসুর পরাজয় ঘটে।এরপর থেকেই যে কোনও কার্যসিদ্ধির জন্য গণেশ পুজো শুরু হয়।
6/8
বুধবার, গণেশের পাশাপাশি বুদ্ধদেবেরও পুজো করুন। এতে গণেশ প্রসন্ন হন এবং বুদ্ধদেবের আশীর্বাদও লাভ করেন।
7/8
বুধবার পুজোয় গণেশকে মোদক অর্পণ করতে ভুলবেন না। এতে বুধ গ্রহ সংক্রান্ত ত্রুটি দূর হয়। অন্যদিকে শমী পাতা নিবেদন করলে বুদ্ধি ও বিচক্ষণতা বৃদ্ধি পায়।
8/8
বুধবার ভগবান গণেশের পুজো করুন এবং মৌরি খেয়ে বাড়ি থেকে বের হন। এতে কাজে সাফল্য আসে। অবিবাহিতরা গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন।
Sponsored Links by Taboola