Garuda Purana Tips : সকালে উঠে এই ৫ টি সহজ কাজ, বদলে দিতে পারে সারাদিন ! বলছে গরুড় পুরাণ
হিন্দুর পুরাণ ও মহাভারতে গরুড় বিষ্ণুবাহন। গরুড় পুরাণ জীবনে ও জীবনোত্তর কালে সুফল লাভের পথ দেখায়। সুস্থ জীবনযাপনের প্রক্রিয়ার কথা বলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরুড় পুরাণে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়েছে, যা অনুসরণ করে একজন ব্যক্তি সুখী জীবন উপভোগ করেন এবং মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠ ধামে যান।
এই পুরাণের নীতিসার বিভাগে, অনেক নীতি এবং নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়ে থাকে যে ভোরবেলা কিছু কাজ দিয়ে দিন শুরু করলে সারাদিন ভাল কাটে এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়। আসুন জেনে নেই এই কাজগুলো সম্পর্কে।
গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে শরীর সুস্থ রাখতে স্নানের গুরুত্বের কথা বলা হয়েছে। গরুড় পুরাণ বলে, ভোরবেলা স্নান শরীর ও মনের পবিত্রতার জন্য অত্যন্ত জরুরি। এটি কেবল রোগ বালাই দূরে রাখে তাই নয় বরং নেতিবাচক শক্তিও শরীর থেকে দূরে থাকে।
দানের গুরুত্ব গরুড় পুরাণে অসীম। সকালে দান করলে পুণ্য হয়। তা ছাড়া এই পুণ্যের ফল মৃত্যুর পরও পাওয়া যায় বলে বিশ্বাস। তবে মনে রাখবেন যে দান প্রদর্শনের জন্য করা উচিত নয়, বরং অভাবীকে সাহায্য করার উদ্দেশ্যে এবং আপনার সামর্থ্য অনুযায়ী করা উচিত।
গরুড় পুরাণে বলা হয়, কোনও ব্যক্তিকে সকালে তার হাতে কিছু জিনিস দান করতে হবে। এতে পরিবারে খাবার ও অর্থের কোনো অভাব হবে না।
স্নানের পর নিয়মিত জপ ও ধ্যান করুন। বিশেষ করে সকালে এই কাজটি করলে অনেক উপকার পাওয়া যায়।
বিশ্বাস করা হয় যে সকালে মন্ত্র পাঠ বা জপ করলে, এমনকি সবচেয়ে বড় বাধাগুলিও কেটে যায়।
প্রতিদিন সকালে ঈশ্বরের পুজো করুন। সম্পূর্ণ আচারবিচার করে পুজো না করলেও অন্তত ধূপকাঠি জ্বালান। এতে ভগবানের আশীর্বাদ আসে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -