Geeta Jayanti 2023: ঘরে গীতা থাকলে ভুল করেও এই কাজটি নয়, গুরুতর সমস্যা ঘনাতে পারে জীবনে
২২ ডিসেম্বর তারিখে মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হবে। গীতায় লেখা বিষয়গুলি হল শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপ। এটিই একমাত্র গ্রন্থ যা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছে। এই কারণেই প্রতি বছর গীতা জয়ন্তী পালিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দিনে যারা গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়, সুখের পাশাপাশি সমৃদ্ধি আসে।শাস্ত্র অনুসারে, যাদের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ রাখা আছে তাদের কিছু নিয়ম মেনে চলা উচিত, তা না হলে জীবন ঝামেলায় ঘেরা হয়ে যায়।
পুরাণ অনুসারে, যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে সমৃদ্ধি থাকে। ধর্ম, কর্ম, নীতি, সাফল্য ও সুখের রহস্য লুকিয়ে আছে গীতায়। এটি পড়লে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়।
বাড়িতে শ্রীমদ্ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, তবেই পূর্ণ ফল পাওয়া যাবে। এটি একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ, তাই এটি শুধুমাত্র একটি পরিষ্কার এবং পবিত্র স্থানে রাখুন।
মাটিতে রেখে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন না। এর জন্য পুজোর চৌকি বা কাঠ (কাঠের তৈরি স্ট্যান্ড) ব্যবহার করুন। এছাড়াও গীতাকে লাল কাপড়ে বেঁধে রাখুন।
স্নান না করে, নোংরা হাতে বা মাসিকের সময় গীতা স্পর্শ করবেন না। এই কাজ করলে মানসিক ও আর্থিক চাপ শুরু হয়।
গীতা পাঠ শুরু করার আগে ভগবান গণেশ ও শ্রীকৃষ্ণকে স্মরণ করুন।
আপনি দিনের যে কোন সময় গীতা পাঠ করতে পারেন তবে আপনি যদি একটি অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝপথে ছেড়ে দেবেন না। পুরো অধ্যায় পড়ে তবেই উঠুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -