Gupt Navratri 2024: অর্থ কষ্টে ভুগছেন ? গুপ্ত নবরাত্রি পালন করে ধনদেবীর কৃপা লাভ করুন
মূলত প্রতিবছর চারটি নবরাত্রি পালন করা হয়ে থাকে। চলতি মাসের ৬ তারিখ তারিখ থেকে শুরু হয়ে গুপ্ত নবরাত্রি। শেষ হবে ১৫ জুলাই অবধি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুপ্ত নবরাত্রির সময় মা দুর্গার বিশেষ পুজো করা হয়। ভক্তদের বিপদ থেকে রক্ষা করার পাশাপাশি খ্যাতি সম্মান ও বৃদ্ধি পায়।
গুপ্ত নবরাত্রি করে আপনার জীবনের আর্থিক অবস্থা ফিরিয়ে আনুন। গুপ্ত নবরাত্রি করলে উপার্জনের রাস্তাও খুলে যায়।
জোতিষশাস্ত্র অনুযায়ী গুপ্ত নবরাত্রির সময় বাড়িতে লক্ষ্মী দেবীর ছবি রাখলে আর্থিক দুর্দশা থেকে মুক্তি মিলবে। এতে বাড়ি তো বটেই, ব্যবসাক্ষেত্রেও ধনদেবীর কৃপা লাভ হবে।
গুপ্ত নবরাত্রি পালনের সময় ময়ূরের পালক রেখে দিলে জীবনে পরবর্তন আসবে। কারণ ময়ূর দেবী লক্ষ্মীর অন্যতম বাহন। এত পরিবারে সুখ-সমৃদ্ধি হয়।
বছর পার হলেও চাকরিতে কিছুতেই উন্নতি হচ্ছে না ? গুপ্ত নবরাত্রি পালনের সময় হনুমানজিকে পান পাতা নিবেদন করলে চাকরিতে পদোন্নতি হবে।
জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না ? যদি বিয়ে করতে বাধা আসে, সেক্ষেত্রেও গুপ্ত নবরাত্রি পালনের মধ্য দিয়ে জীবনে পরিবর্তন আসবে।
জোতিষ শাস্ত্রমতে গুপ্ত নবরাত্রিতে বিবাহিত মহিলাদের প্রসাধনী সামগ্রী কিনলে ভাল হবে। দেবী লক্ষীর পায়ে এই সামগ্রী অর্পণ করলে সৌভাগ্য লাভ হবে।
গুপ্ত নবরাত্রিতে পদ্মফুলও ঘরে আনতে পারেন। জ্যোতিষ মতে, ধনদেবীকে পদ্ম অর্পণ করলে আশীর্বাদ প্রাপ্ত হবে।
দেবী লক্ষ্মীর ছবিতে যে রুপোর মুদ্রা রয়েছে, আপনি যদি তেমন রুপোর মুদ্রা বানিয়ে নেন বা কেনেন, বাড়িতে বা ব্যবসায় রাখলে ধনদেবীর কৃপা লাভ করবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -