Guruwar Ke Upay: রাশিতে বৃহস্পতি যোগ? লক্ষ্মীবারে এই নিয়ম মানলেই অর্থবৃষ্টি?
হিন্দু ধর্মে, বৃহস্পতিবার শ্রী হরি বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিকে উৎসর্গ করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিকে পূজা করা হয় এবং উপবাস করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে ব্যক্তির কুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল, বৃহস্পতিবার তার পূজা করলে বৃহস্পতি শক্তি পায়। যে ব্যক্তির রাশিতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী সে জীবনে সকল প্রকার সুখ লাভ করে এবং সে তার জীবনে উচ্চপদ লাভ করে।
এর পাশাপাশি বৃহস্পতি শক্তির কারণে ব্যক্তির আয় ও সৌভাগ্যও বৃদ্ধি পায়। বিপরীতে, যে ব্যক্তির রাশিতে বৃহস্পতি দুর্বল তাকে আর্থিক সংকটে পড়তে হয়।
এমন পরিস্থিতিতে, বৃহস্পতি যদি আপনার কুণ্ডলীতে দুর্বল থাকে, তাহলে নিয়মানুযায়ী ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনার পাশাপাশি আপনাকে অবশ্যই বৃহস্পতিবার গুরু স্তোত্র পাঠ করতে হবে।
এর মাধ্যমে আপনি ব্যবসা এবং কর্মজীবনে আপনার কাঙ্খিত সাফল্য অর্জন করবেন।
শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে।
এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয় তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -