Hanuman Brata : মঙ্গলবার হনুমানজির আরাধনা কী কী বিপদ কাটাতে পারে ?

কথিত আছে, মঙ্গলবার উপবাস করলে অশুভ নাশ হয়।

Hanuman Brata : মঙ্গলবার হনুমানজির আরাধনা কী কী বিপদ কাটাতে পারে ?

1/8
শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসের মঙ্গলবারে শ্রী রাম ও হনুমানের সাক্ষাৎ হয়।
2/8
তাই এই ব্রত পালনে খুব উপকার বলেই বিশ্বাস। বজরঙ্গবলীর ভক্তরা মঙ্গলবার বিশেষ ব্রত রাখেন। কথিত আছে, মঙ্গলবার উপবাস করলে অশুভ নাশ হয়।
3/8
মঙ্গলের দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। চলুন জেনে নিই, মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি, উপকারিতা কী কী ।
4/8
শাস্ত্র মতে যে কোনও মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার এই উপবাস শুরু করা উচিত, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসের মঙ্গলবারে শ্রী রাম ও হনুমানের সাক্ষাৎ হয়।
5/8
অনেকের বিশ্বাস হয় ২১ টি , নয় ৪৫ টি মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখতে হয়। এই ব্রতপালন শুভ বলে মনে করা হয়। হনুমান ভক্তদের অনেকে আজীবন এই ব্রত পালন করেন।
6/8
বাড়ির উত্তর-পূর্ব কোণে হনুমানজির আসনের জন্য একটি চৌকি রাখুন, এতে বজরঙ্গবলীর মূর্তি বা ছবি স্থাপন করুন। হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন।
7/8
পুজোয় বজরঙ্গবলীকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে নিবেদন করুন। চাদর অর্পণ করুন। লাল রঙের ফুল, কাপড়, নারকেল, গুড়, ছোলা, পান নিবেদন করুন।
8/8
শাস্ত্রমতে, শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারের উপবাস শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এর মাহাত্ম্যের কারণে, ব্যক্তি সাদাসাটি এবং ধৈয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পায়।
Sponsored Links by Taboola