Hanuman Brata : মঙ্গলবার হনুমানজির আরাধনা কী কী বিপদ কাটাতে পারে ?
শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসের মঙ্গলবারে শ্রী রাম ও হনুমানের সাক্ষাৎ হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই এই ব্রত পালনে খুব উপকার বলেই বিশ্বাস। বজরঙ্গবলীর ভক্তরা মঙ্গলবার বিশেষ ব্রত রাখেন। কথিত আছে, মঙ্গলবার উপবাস করলে অশুভ নাশ হয়।
মঙ্গলের দোষ থেকে মুক্তি পেতে এই উপবাস অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। চলুন জেনে নিই, মঙ্গলবার উপবাস রাখার পদ্ধতি, উপকারিতা কী কী ।
শাস্ত্র মতে যে কোনও মাসের শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার এই উপবাস শুরু করা উচিত, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসের মঙ্গলবারে শ্রী রাম ও হনুমানের সাক্ষাৎ হয়।
অনেকের বিশ্বাস হয় ২১ টি , নয় ৪৫ টি মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখতে হয়। এই ব্রতপালন শুভ বলে মনে করা হয়। হনুমান ভক্তদের অনেকে আজীবন এই ব্রত পালন করেন।
বাড়ির উত্তর-পূর্ব কোণে হনুমানজির আসনের জন্য একটি চৌকি রাখুন, এতে বজরঙ্গবলীর মূর্তি বা ছবি স্থাপন করুন। হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারেন।
পুজোয় বজরঙ্গবলীকে সিঁদুরে জুঁই তেল মিশিয়ে নিবেদন করুন। চাদর অর্পণ করুন। লাল রঙের ফুল, কাপড়, নারকেল, গুড়, ছোলা, পান নিবেদন করুন।
শাস্ত্রমতে, শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারের উপবাস শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এর মাহাত্ম্যের কারণে, ব্যক্তি সাদাসাটি এবং ধৈয়ার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -