Hanuman Jayanti 2024 : এবার হনুমান জয়ন্তীর তিথি অত্যন্ত মহত্বপূর্ণ, জানুন কোন সময়ে বজরঙ্গবলীকে করবেন আরাধনা
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। হিন্দু মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী (Hanuman Janmotsav 2024 Date)। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয়।
এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল। তিনি রুদ্রাবতার। তিনি অজেয়। ভক্তদের বিশ্বাস, তিনি অসীম ক্ষমতার অধিকারী।
বজরঙ্গবলীকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে। বিশ্বাস করা হয়, তিনি আছেন এই ধরা ধামেই। ভক্তদের মাঝে। তাঁর মৃত্যু নেই।
ভক্তদের দৃঢ় বিশ্বাস, হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন। তিনি ভক্তদের প্রতিটি সঙ্কট থেকে রক্ষা করেন, তাই তাঁকে সঙ্কটমোচন বলা হয়।
এই বছর ২৩ এপ্রিল মঙ্গলবার হনুমানে জন্মবার্ষিকী পালিত হবে। (Hanuman Jayanti 2024 Date)
মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই দুটি দিনই বজরঙ্গবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে হনুমানজিকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভূষণে।
পঞ্চাং অনুসারে, চৈত্র পূর্ণিমা তিথি ২৩ এপ্রিল। রাত ৩.২৫ মিনিটে শুরু হবে তিথি, ২৪ এপ্রিলে ৫.১৮ মিনিটে তিথি সমাপ্তি।
হনুমান পূজার সময় সকাল ৯ টা ৩ থেকে ১ টা ৫৮ মিনিট। রাতে পুজোর সময় ৮.১৪ থেকে ৯.৩৫। হনুমান জয়ন্তীতে, চিত্রা নক্ষত্র ২৩ তারিখ রাত ১০.৩২ মিনিট পর্যন্ত চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -