Hanuman Jayanti : সব সঙ্কট, কঠিন সময় থেকে করবেন উদ্ধার, আজ হনুমানজির পুজোর সময় এই নিয়ম মানুন অবশ্যই

তিদিন অথবা মঙ্গলবার হনুমান চালিসার পাঠ করলে ভাল। আর হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিশা পাঠের মাহাত্ম্যই আলাদা।

আজ হনুমানজির পুজোর সময় এই নিয়ম মানুন অবশ্যই

1/8
হনুমানজীকে বলা হয় চিরঞ্জীবী। বলা হয় তিনি এই পৃথিবীতেই আছেন।  বজরঙ্গবলীকে স্মরণ করলে, তাঁর পুজো করলে, তাঁদের উপর হনুমানজীর বিশেষ কৃপা বর্ষিত হয়। সঙ্কট দূর হয়ে যায়।
2/8
হনুমানজীকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসার পাঠ সবচেয়ে সহজ উপায় । প্রতিদিন অথবা মঙ্গলবার হনুমান চালিসার পাঠ করলে ভাল। আর হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিশা পাঠের মাহাত্ম্যই আলাদা।
3/8
তবে এর কিছু নিয়ম আছে। মনে করা হয়, তা না মানলে বজরঙ্গবলী রুষ্ট হন। হনুমান চালিসার নিয়মিত পাঠ করলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, সমস্যার সমাধান মেলে।
4/8
ভক্তি থাকতে হবে মনে। শুদ্ধ হতে হবে মন । সঠিক উচ্চারণ সহকারে হনুমান চালিসার পাঠ করলে এর ফল দ্রুত পাওয়া যায়। এর জন্য দেহ-মন দুটোরই পবিত্রতা জরুরি।
5/8
হনুমান চালিসা সবসময় পরিষ্কার জায়গায় বসে করতে হবে। চাই সেটা বাড়ি হোক, মন্দির হোক অথবা কোন তীর্থক্ষেত্র।  সবসময় আসনের ব্যবহার করা ভাল। 
6/8
হনুমান চালিসা সবসময় পরিষ্কার জায়গায় বসে করতে হবে। চাই সেটা বাড়ি হোক, মন্দির হোক অথবা কোন তীর্থক্ষেত্র।  সবসময় আসনের ব্যবহার করা ভাল। 
7/8
স্নান করে পরিষ্কার পোশাক পরে, শান্ত ও পরিষ্কার জায়গায় বসুন। হনুমানজীর সামনে দীপ প্রজ্বলিত করুন, চালিসার পাঠ শুরু করার আগে শ্রীরামকে স্মরম করুন।  ফুল, ভোগ অর্পণ করুন এবং তারপর পাঠ শুরু করুন।
8/8
হনুমান চালিসা পড়ার সবচেয়ে উত্তম সময় সকালে স্নানের পর অথবা সন্ধ্যায় হাত-পা ধোয়ার পর। হনুমান চালিসার পাঠ করার সময় কারও সঙ্গে কথা বলা উচিত নয়। মনে ক্রোধের ভাবও রাখবেন না।
Sponsored Links by Taboola