Hanuman Jayanti: জীবনে মিটবে অর্থের অভাব, ৫ উপায়ে তুষ্ট করুন হনুমানজিকে
হনুমান জয়ন্তী ৬ এপ্রিল, ২০২৩ তারিখে। এই দিনে বজরঙ্গবলীকে খুশি করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, বলা হয় এটি সাধকের জীবনে সৌভাগ্য নিয়ে আসে, প্রতিটি কাজ সফল হয়, এমনটাই মত জ্যোতিষশাস্ত্রজ্ঞদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি অর্থের সমস্যায় ভুগছেন, তাহলে হনুমান জয়ন্তীর দিন বট গাছের ১১টি পাতায় লাল চন্দন দিয়ে শ্রী রাম লিখে মালা দিয়ে বজরঙ্গবলীকে পরান। এটি আর্থিক অসুবিধা দূর করে বলে বলা হয়।
যদি পরিবারে রোগের কারণে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে তবে হনুমান জয়ন্তীর দিন রোগীর কপালে বজরঙ্গবলীর কাঁধে সিঁদুরের টিকা দিন। কথিত আছে যে এর দ্বারা সকল প্রকার অমঙ্গল দূর হয়, চোখের ত্রুটির জন্য এই প্রতিকার খুবই কার্যকর।
কঠোর পরিশ্রমের পরেও ব্যবসা ও চাকরিতে কোনো উন্নতি হয় না, তাহলে হনুমান জয়ন্তীর দিন সংকত মোচনের সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে 'ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রুসংহারায় সর্বরোগ হরায় সর্ববশিকরণায় রামদূতায় স্বাহা' মন্ত্র ১০৮ বার উচ্চারণ করুন।
হনুমান জয়ন্তীর দিন বাড়িতে সুন্দরকাণ্ড পাঠ করুন এবং গরিবদের মধ্যে বোঁদের লাড্ডু বিতরণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি শিশুদের সম্পর্কিত সমস্যাগুলি দূর করে।
শত্রুরা যদি বাধা-বিপত্তিতে অস্থির হয়, প্রতিপক্ষ যদি কাজে বাধা সৃষ্টি করে, তবে হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীকে পান পাতা দিন।
ভয়, নেতিবাচক শক্তি এবং ভূত থেকে মুক্তি পেতে এদিন বাড়ির ছাদে লাল পতাকা লাগান।
কথিত আছে যে, হনুমান জয়ন্তীর দিনে এই কাজগুলি করলে হনুমানজি নিজেই পুরো পরিবারকে রক্ষা করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -