Mahalaya 2023 : মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি আদৌ কোনও সম্পর্ক রয়েছে ? কেন এই দিনেই পূর্বপুরুষকে তিল-জলদান?
পিতৃপক্ষের অবসানের দিন মহালয়া। (Mahalaya) দুর্গাপুজোর (Durga Puja) সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া। বরং এই দিনটি বিশেষ পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি,বলে মনে করা হয় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহালয়ার পরদিনই নবরাত্রি উৎসবের সূচনা। এই দিনেই অনেকবাড়িতে দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয়। অনেক পরিবারে আবার মহালয়া থেকে দুর্গাপুজো শুরুও হয়।
অনেকেই মনে করেন, মহালয়ার সকালে মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান করলে, মা চোখ খুলেই দেখবেন, তাঁর সন্তানেরা পিতা-মাতা পিতৃপুরুষকে ভোলেনি।
মহালয়ার তর্পণ সেরেই বিশ্বজননীর বন্দনায় ব্রতী হয় জগৎ সংসার। কেউ নবরাত্রি পালন শুরু করেন মহালয়ার পরদিন থেকেই, কেউ আবার পাঁচদিনের শারদোৎসবে ব্রতী হন।
মহালয়া সেই অর্থে এমনই একটা নির্দিষ্ট দিন, যেদিনে সমস্ত প্রয়াত জনের স্মরণ-তর্পণ করা যায়। মহালয়া সম্বন্ধে আরও একটা শাস্ত্রপ্রসিদ্ধ কথা হল— এটা সেই রকম একটা দিন যখন সমস্ত পিতৃ-মাতৃ পুরুষেরা নিজেদের আবাস ছেড়ে নেমে আসেন উত্তর পুরুষের কাছাকাছি।
ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা--এই সময়কে বলা হয় পিতৃপক্ষ ৷ পুরাণ মতে, ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের অত্যন্ত কাছাকাছি চলে আসেন৷ তাই এই সময় কিছু অর্পণ করা হলে তা সহজে তাঁদের কাছে পৌঁছে যায়৷
পিতৃপুরুষ-মাতৃপুরুষদের এই সমাবেশটুকু যে মহান আবাস বা আলয় তৈরী করে দেয়। সেটাই মহালয়া অর্থাৎ মহালয়া তিথি। আর মহালয়া তিথির সবচেয়ে বড়ো বিশেষত্ব হল তর্পণ। এটা পিতৃপক্ষের শেষ দিন এবং এই তিথির আসল স্বরূপ হল অমাবস্যা।
তর্পণ এমনই এক অনুষ্ঠান, যেখানে সামান্য পরিশ্রম সাধিত কর্মও মহালয়ার মন্ত্রগুণে অসামান্য হয়ে ওঠে; পিতৃমাতৃপুরুষের শান্তি এবং অধস্তনের শান্তি যেন একই সম্পর্ক সেতুতে বাঁধা পড়ে।
তর্পণ মানে তৃপ্ত করা। এই তৃপ্তির উপাদান সামান্য তিল আর জল। মহালয়ার দিন পিতৃ-মাতৃপুরুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপক তর্পণটুকু যেন ব্যক্তিকেন্দ্র থেকে বিশ্বজনীন হয়ে পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -