Shani Deb: শনিদেবকে প্রসন্ন করার উপায়, করতে হবে কী কী

Shani Deb News: সনাতন ধর্মে ন্যায়ের দেবতা বলে উল্লেখ করা হয়েছে শনিদেবকে। তাঁকে সন্তুষ্ট রাখার জন্য নানা উপায়ের সাহায্য নেন মানুষ। চেষ্টা করেন শনিদেবের কু-নজর থেকে বাঁচার।

শনিদেব

1/10
প্রতি শনিবার উপবাস করা উচিত। নিদেন পক্ষে নিরামিষ খাওয়ার যুক্তি দেন জ্যোতিষীরা।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
2/10
শনিদেবের প্রিয় জিনিস সর্ষের তেল, নীল রঙের কাপড়, কালো তিল ও লোহা প্রভৃতি দান করা উচিত।
3/10
শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করা উচিত। প্রতি শনিবার শনি চালিশা পাঠ করুন। এতে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
4/10
প্রতি শনিবার নীল রঙের জিনিসপত্র ব্যবহার করার পাশাপাশি এইদিন নীল রঙের পোশাক পরা উচিত।
5/10
শনিদেবকে খুশি করে ন্যায়ের পথে চলুন ও নীল রঙের পোশাক পড়ুন।
6/10
অসহায় ও গরিব মানুষকে দান করলে প্রসন্ন হন গ্রহরাজ।
7/10
প্রতারণা ও মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন।
8/10
শনিদেবের কৃপা পেতে সবসময় ধৈর্য্য রাখুন ও শান্ত থাকুন।
9/10
অসৎ বা অন্যায় পথে রোজগার করবেন না। এতে রুষ্ট হন শনিদেব।
10/10
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola