Shani Deb: শনিদেবকে প্রসন্ন করার উপায়, করতে হবে কী কী
প্রতি শনিবার উপবাস করা উচিত। নিদেন পক্ষে নিরামিষ খাওয়ার যুক্তি দেন জ্যোতিষীরা।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিদেবের প্রিয় জিনিস সর্ষের তেল, নীল রঙের কাপড়, কালো তিল ও লোহা প্রভৃতি দান করা উচিত।
শনিদেবের মন্দিরে গিয়ে পুজো করা উচিত। প্রতি শনিবার শনি চালিশা পাঠ করুন। এতে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।
প্রতি শনিবার নীল রঙের জিনিসপত্র ব্যবহার করার পাশাপাশি এইদিন নীল রঙের পোশাক পরা উচিত।
শনিদেবকে খুশি করে ন্যায়ের পথে চলুন ও নীল রঙের পোশাক পড়ুন।
অসহায় ও গরিব মানুষকে দান করলে প্রসন্ন হন গ্রহরাজ।
প্রতারণা ও মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন।
শনিদেবের কৃপা পেতে সবসময় ধৈর্য্য রাখুন ও শান্ত থাকুন।
অসৎ বা অন্যায় পথে রোজগার করবেন না। এতে রুষ্ট হন শনিদেব।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -