Shani Dev: গ্রহরাজকে তুষ্ট করতে ৬ শনিবারে মানুন এই নিয়ম, তাড়াতাড়ি কাটবে সাড়ে সাতি
সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে শনিদেব যার ওপর রেগে যান তাকে বড় শাস্তি দেন। আবার যার ওপর প্রসন্ন হন তার জীবনে আমূল পরিবর্তন আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রহরাজকে তুষ্ট করার জন্য পরপর ৬টি শনিবার কিছু বিষয় জিনিস মেনে চললে অনেক ইতিবাচক পরিবর্তন আসে বলে নিদান দেন জ্যোতিষীরা।
শনিদেবকে সন্তুষ্ট করার জন্য প্রতি শুক্রবার রাতে জলে ছোলা ভিজিয়ে রাখুন। শনিবার সেই ভিজে যাওয়া ছোলা, পুড়ে যাওয়া কয়লা, হলুদ ও লোহার টুকরো একটি কাপড়ে বেঁধে প্রবাহিত হওয়া জলে ভাসিয়ে দিন। প্রতি শনিবার এই কাজ করলে গ্রহরাজের খারাপ প্রভাবের কারণে তৈরি হওয়া বাধা দূর হয়।
রুষ্ট হওয়া শনিদেবকে তুষ্ট করার জন্য ঘোড়ার পায়ে পরানো থাকা নালের আংটি তৈরি করে পরলে প্রচুর উপকার পাওয়া যায়।
ঘোড়ার নাল দিয়ে তৈরি করা আংটি শুক্রবার রাতে দুধে ভিজিয়ে রাখুন। শনিবার সেই আংটি বাঁ হাতের মধ্যমাতে পরলে শনিদেব প্রসন্ন হন।
শনিবার অশ্বত্থ গাছের চারদিকে সুতো বাঁধতে বাঁধতে সাতবার প্রদক্ষিণ করুন। আর এই সময় জপ করুন শনিদেবের মন্ত্র। এর ফলে সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
সূর্যোদয়ের আগে অশ্বত্থ গাছের পুজো করুন। আর সন্ধ্যায় সুতো দিয়ে বাঁধা ওই গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর পাশাপাশি সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য ৬টি শনিবার দিনে একবেলা নুন ছাড়া খাবার খান। এতে উপকার পাবেন।
শনিদেবকে প্রসন্ন করার জন্য কালো রঙের গরুর সেবা করার নিয়ম রয়েছে। কালো গরুর কপালে তিলক কেটে তার দুটি সিং-এ সুতো বেঁধে আরতি করুন। এরপর গরুটিকে প্রদক্ষিণ করে তাকে ভোগ নিবেদন করুন। এতে অত্যন্ত প্রসন্ন হন গ্রহরাজ। শেষ হয় সাড়ে সাতির প্রভাবও।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শনিবার শনিদেবের মূর্তিতে সর্ষের তেল নিবেদন করার পাশাপাশি নিজের হাতের থেকে ১৯ গুণ লম্বা কালো রঙের সুতো দিয়ে মালা তৈরি করে গলায় পরুন। এই কাজ করলে শনিদেব খুশি হন। মুক্তি পাওয়া যায় সাড়ে সাতি থেকেও।
ডিসক্লেমার : ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এই সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -