Shani Dev: গ্রহরাজ শনিদেবকে শান্ত করতে কী করবেন? জেনে নিন উপায়

Shani Deb Puja: ন্যায়ের দেবতা মহারাজ শনি কর্মফল অনুযায়ী ফল দন। যিনি ভালো কাজ করেন তাঁকে শুভ ফল প্রদান করেন আর খারাপ কাজের জন্য দেন অশুভ ফল।

Shani Dev

1/9
সনাতন ধর্মে বিশ্বাস করা, যিনি সৎকাজ করার জন্য পরিশ্রম করেন তাঁদের ওপর সবসময় শনি দেবের আশীর্বাদ বজায় থাকে।
2/9
কিন্তু, খারাপ কাজ করার জন্য শনিদেব কুপিত হলে ধনী ব্যক্তির ভিখারি হতে বেশি সময় লাগে না।
3/9
কোনও মানুষের কুণ্ডুলীতে শনি অশুভ স্থানে অবস্থান করলে। যেমন আপনি শনির মহাদশার শিকার হলে, সাড়ে সাতি ও ঢাইয়া চললে যে কোনও সময় তার অশুভ প্রভাব মানুষের জীবনে পড়ে।
4/9
জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে শান্ত করার নানারকম নিয়ম রয়েছে। এর পাশাপাশি আপনি যদি আপনার জীবনযাপনের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনেন তা হলে শনি দেবের ক্রোধ শান্ত হয়। আর আপনি শনি দেবের আশীর্বাদ পেতে পারেন।
5/9
শনিদেবকে শান্ত করতে গেলে শনিবার দিন শনির মন্ত্র জপ করুন। সর্ষের তেলের প্রদীপ জানান। অশ্বথ কাজের পুজো করুন। সেই সঙ্গে কালো অড়হর ডাল, কালো ছোলা ও পোশাক ও লোহার দান অসহায় ও গরিব লোকদের দান করুন।
6/9
শনি দেবের শান্তির জন্য প্রতি শনিবার কালো পোশাক পরুন। বয়স্ক ও গরিব মানুশদের সাহায্য করুন। আপনার অধস্তন কর্মীদের সম্মান করুন। তামসিক খাবার ও মদ্যপান থেকে বিরত থাকুন। শনিবারের দিন লোহা, সোনা, সর্ষের তেল, চামড়ার জিনিস ও ছোলা বিক্রি থেকে বিরত থাকুন।
7/9
প্রতি শনিবার নিয়ম-নীতি মেনে পুজো করুন শনিদেবের। এতে গ্রহরাজ শান্ত হন। এর পাশাপাশি ভগবান শ্রী কৃষ্ণ ও হনুমানজীরও পুজো করুন। এর ফলেও প্রসন্ন হন গ্রহরাজ।
8/9
শনিদেবকে শান্ত করার জন্য জ্যোতিষীদের পরামর্শ মেনে নীলা রত্ন ধারণ করার। ঘোড়ার নাল থেকে তৈরি মাদুলি শরীরে ধারণ করলেও শান্ত হন শনিদেব।
9/9
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola