Shani Dev: শনিদেব অসন্তুষ্ট হয়েছেন বুঝবেন কী করে? সমস্যা সমাধানের উপায়
Shani Dev Bad Effect: সনাতন ধর্ম মতে সূর্যপুত্র শনিদেব হলেন ন্যায়ের দেবতা। কর্ম অনুযায়ী সমস্ত জীবজগৎ-কে ফল দিয়ে থাকেন তিনি। মনে করা হয় তিনি যদি কারও ওপর রুষ্ট হন তাহলে তার সর্বনাশ হবেই।
Continues below advertisement

শনিদেব
Continues below advertisement
1/10

যদি দেখেন শত চেষ্টা করেও ভাগ্যের সমর্থন আপনি পাচ্ছেন না তাহলে জানবেন শনিদেব আপনার ওপর রুষ্ট রয়েছে। সারাজীবন কঠিন পরিশ্রম ও সংগ্রাম করলেও আশানরূপ ফল পাবেন না।
Continues below advertisement
2/10
শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী হয় তাহলে আপনি পরিশ্রমী ও ন্যায়ের পথে চলবেন। জীবনে ইতিবাচক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কাজের ক্ষেত্রেও সাফল্য পাবেন।
3/10
যদি সারাজীবন রোগে ভোগেন ও অল্প বয়সে প্রচুর রোগ শরীরে বাসা বাঁধে তাহলে মনে করতে শনিদেব আপনার ওপর প্রসন্ন নন। এর উল্টো হলে জানবেন শনিদেব আপনার ওপর সদয় রয়েছেন।
4/10
শনি যদি অশুভ স্থানে থাকেন তাহলে জীবনে প্রতি মুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হবে। মঙ্গল ও শনি যদি খারাপ অবস্থানে থাকেন তাহলে দুর্ঘটনায় আঘাত লাগার সম্ভাবনা বাড়ে।
5/10
শনিদেব প্রসন্ন না থাকলে জীবনের মেয়াদ কম হয়। যে কখন বেঁচে থাকবেন ততদিন রোগ ও নানা সমস্যায় জর্জরিত হবেন।
6/10
জীবনের বেশিরভাগ সময় যদি একাকিত্ব ভোগেন ও দুঃখে থাকেন তাহলে জানবেন আপনার রাশিতে শনিদেব দুর্বল স্থানে রয়েছে।
7/10
প্রতি মুহূর্তে যদি আপনি আর্থিক সমস্যায় ভোগেন তাহলেও শনিদেব দুর্বল রয়েছে এটা অনুমান করা খুব সহজ। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি অর্থভাগ্য ভালো যাবে না।
8/10
শনিদেব খারাপ অবস্থানে থাকলে কঠোর পরিশ্রম করেও সাফল্য পাবেন না। স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব থাকবে।
9/10
শনিদেবকে সন্তুষ্ট করে এই সমস্ত সমস্যা থেকে সমাধানের জন্য হনুমান চালিশা পাঠ করতে পারেন। শনিবার ব্রত পালন করার পাশাপাশি অসহায় ও দুর্বল মানুষকে সাহায্য করুন। শনিবার করুন ১০৮ বার গ্রহরাজের জপ। শিব লিঙ্গে দুধের সঙ্গে অপর্ণ করুন ফল। অশ্বত্থ গাছের নিচে জ্বালান সর্ষের তেলের প্রদীপ।
10/10
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 23 Aug 2024 04:16 PM (IST)