Bhai Dooj 2023: ভাইফোঁটায় এড়িয়ে চলুন এই কাজগুলি! কোন দিকে খেয়াল রাখবেন ভাই-বোনরা?
২০২৩ সালের ১৪ এবং ১৫ নভেম্বর দুই দিনেই নির্দিষ্ট সময়ে ভাইফোঁটা দেওয়া যাবে। এই দিনে ভাই ও বোনদের কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাইফোঁটার দিন বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। এই শুভদিনে ভাই ও বোনকে বেশকিছু দিকে খেয়াল রাখতে হয়।
ভাইফোঁটার দিন, টিকা বা ফোঁটা দেওয়ার সময় শুভ সময় বিচার করা উচিত। যে কোনও সময় ফোঁটা দেওয়া যাবে না।
এই দিনটি ভাই ও বোন উভয়েরই কালো রঙের পোশাক পরা উচিত নয়। এটি একটি শুভ দিন, এই দিনে কালো রঙের পোশাক এড়ানো প্রয়োজন।
ভাইফোঁটার দিন, বোনেরা তাঁদের ভাইকে ফোঁটা দেওয়ার আগে স্নান করবেন এবং উপবাস করবেন। এমনটাই নিয়ম।
ভাইফোঁটা অত্যন্ত পবিত্র দিন। ভাই ও বোনের পবিত্র সম্পর্কের প্রতিফলন এই দিনটি। এই দিনে, ভাই এবং বোনকে একে অপরের প্রতি মিথ্যা বলা উচিত নয়।
এই দিনে নিরামিষ খাওয়া উচিত। মাংসা খাওয়া উচিত নয়। মাংস খেলে যমের ক্রোধের কোপে পড়তে হতে পারে বলে বিশ্বাস।
২০২৩ সালে, ভাইফোঁটা উৎসব ১৪ এবং ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার ধরে পালিত হবে।
২০২৩ সালে, ভাইফোঁটার সময় ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩৬ মিনিট থেকে শুরু হবে এবং ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত চলবে।
সাধারণত ভাইফোঁটা উৎসব দীপাবলি বা কালীপুজোর দ্বিতীয় দিনে পড়ে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -