Ganga Sagar : কোন পুণ্য সঞ্চয় গঙ্গাসাগর স্নানে ? কেনই বা মকর সংক্রান্তিতেই যাবেন সাগরে ?
সামনেই মকর সংক্রান্তি। পুণ্যের সন্ধানে সাগরমুখী মানুষের ঢল৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে মোক্ষলাভের আশা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবছরই এই সময়ে ভিড় উপচে পড়ে সাগরমেলায়৷ এবারও তার অন্যথা হবে না। কিন্তু প্রতিবছর কেনই বা মানুষ সব কষ্ট তুচ্ছ করে যুগ যুগান্ত ধরে ছুটে যান গঙ্গাসাগরে ?
মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। বিশ্বাস করা হয়, যে এই তিথিতে গঙ্গাস্নান করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন।
কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাকি সব তীর্থে বারবারযাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছনোই বড় ব্যাপার। এই প্রবাদ বিখ্যাত। কারণ এককালে এই পথ ছিল বড়ই দুর্গম। মৃত্যুভয়ও ছিল পদে পদে।
এই কপিল মুনির আশ্রমকে ঘিরেই গঙ্গাসাগরে যাবতীয় সমারোহ। এই কপিল মুনির তেজের কথা পুরাণে বহু আলোচিত।
কে এই কপিল মুনি? এই কপিল মুনির আশ্রমকে ঘিরেই গঙ্গাসাগরে যাবতীয় সমারোহ। এই কপিল মুনির তেজের কথা পুরাণে বহু আলোচিত। এই মুনির আশ্রম এখন সমুদ্রের তলায় চলে গিয়েছে। যেখানে সকলে ভ্রমণে যান, তা আদতে ভক্তরা পরে নির্মাণ করেন।
কথিত আছে, সাগরের সঙ্গে গঙ্গার মিলন ঘটিযে ছিলেন এই কপিল মুনিই। তিনি তীরবর্তী আসনে বলে তপস্যা করতেন। এখানে গঙ্গার জল কোনও সমযে শুকনো হয় না।
পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষাকু বংশের রাজা সগর। তিনি ৯৯ বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর তাতেই নাকি ভয় পেয়ে ইন্দ্র তাঁকে আটকানোর চেষ্টা করেব। অশ্বমেধের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র। তারপর গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছেই তিনি লুকিয়ে রাখেন ঘোড়াগুলিকে।
অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে সেই ঘোড়া খুঁজতে আসে সগর রাজার ৬০ হাজার পুত্র। তাঁরা মনে করেন, কপিল মুনিই লুকিয়ে রেখেছেন ঘোড়াগুলিকে। তাঁরা নাকি আশ্রমে তাণ্ডব শুরু করেন। ধ্যানরত কপিল রেগে যান।
রোষের মুখে পড়েন তাঁরা। তাঁদের ভষ্ম করে দেন কপিল মুনি। পুরাণ মতে,সগর রাজার মৃত ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে তাঁর নাতি ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -