Mahamrityunjaya Mantra: মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কোন কোন সঙ্কট থেকে দেখাবে মুক্তির পথ?
মৃত্যু এবং নেতিবাচক শক্তি থেকে নিজেদের রক্ষা করার জন্য ঋষি-মুনিরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করেছিলেন। বিশ্বাস করা হত,এই মন্ত্র জপ করলে কর্মফলপ্রাপ্তি হয় এবং অমরত্ব লাভ হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমরত্ব প্রাপ্তি তো সম্ভব নয়। তবে পদে পদে সঙ্কট, বিপর্যয়, নেতিবাচক শক্তির কালো ছায়া থেকে মুক্তি পেতে উচ্চারণ করতে হয় এই মন্ত্র। আপনার পরিবারকে মানসিক, শারীরিক অসুস্থতার সময় শক্তি জোগায় এই মন্ত্র।
একটি বিষয় মাথায় রাখতে হবে এই মন্ত্র জপের সনয়। মন্ত্র জপেই মন দিতে হবে। অন্য কোনও চিন্তাভাবনা যেন মনের মধ্যে না আসে।
মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয়। এই মন্ত্র জপ সব ভয়কে জয় করতে সাহায্য করে।
যদি নেতিবাচক স্বপ্ন আপনাকে ঘুমে ব্য়াঘাত ঘটায়, তাহলে এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করুন। উপকার পাবেন।
যারা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন তাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র দীর্ঘায়ু প্রদান করে এবং অকাল মৃত্যু প্রতিরোধ করে।
এই মন্ত্র জপ আপনার জীবনে শান্তি এবং সুখ আনতে সাহায্য করবে। মন্ত্র পাঠ করলে রাশিফল থেকে আসা দোষ দূর করতে সাহায্য করে।
এই মন্ত্র জপ করতে বসার আগে মন স্থির করুন। মন্ত্রের ইতিবাচক প্রভাব পেতে মন্ত্র পাঠ করার সময় আপনার সামনে শিবের একটি মূর্তি বা ছবি রাখুন । মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় পূর্ব দিকে মুখ করুন।
সকালে স্নান করার পর মন্ত্র জপ করা সেরা সময়। ব্রহ্ম মুহূর্তে (সকাল ৪ থেকে ৬ টা ) জপ করা সবথেকে শুভ বলে মনে করা হয়। মন্ত্রটি জপ করার জন্য একটি রুদ্রাক্ষ মালা ব্যবহার করা ভাল।
ॐ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ। - এই হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যার অর্থ, হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো। সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু থেকে অমৃততে নিয়ে যাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -