Good Friday 2024:আজ 'গুড ফ্রাইডে', ত্যাগ ও ভালোবাসার উদযাপন দেশের নানা দিকে!
আজ, 'গুড ফ্রাইডে।' ক্রিস্টানদের বিশ্বাস, এই দিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুক্রিস্টকে। 'ইস্টার সানডে'-র আগে যে শুক্রবার, সেটিই তাঁদের কাছে 'গুড ফ্রাইডে।' পটনায় সেই উপলক্ষ্যে মিছিল খ্রিস্টানদের। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখ্রিস্টধর্মের জন্মলগ্নের সঙ্গে জড়িয়ে থাকা এই দিনটি ক্রিস্টানদের কাছে শোকের দিন, শুদ্ধির দিন। এর সঙ্গে তাঁদের বিশ্বাস-আস্থা এবং যিশুখ্রিস্টের মৃত্যুর পর্ব জড়িয়ে। পটনায় এক মিছিলে সেই পর্বেরই স্মৃতিচারণ করলেন ভক্তেরা। (ছবি:PTI)
ক্রিস্টানরা বিশ্বাস করেন, রোমানরা যিশুখ্রিস্টকে গ্রেফতার করে কাঠের ক্রুশে বিদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিল। 'গুড ফ্রাইডে' সেই শোকের স্মৃতিচারণ। (ছবি:PTI)
বাইবেল অনুযায়ী, যিশুকে এক শুক্রবার ক্রুশে বিদ্ধ করা হয়। সেখান থেকেই 'গুড ফ্রাইডে' উদযাপনের রীতি চলে আসছে। অনেকে একে 'হোলি ফ্রাইডে', 'ব্ল্যাক ফ্রাইডে' বা 'গ্রেট ফ্রাইডে' বলেও জানেন।(ছবি:PTI)
ক্রিস্টানদের কাছে এই উদযাপনের আলাদা গুরুত্ব রয়েছে। 'গুড ফ্রাইডে' মানে তাঁদের কাছে 'ইস্টার উইকএন্ড'-র শুরু। একটি গোটা সপ্তাহ পবিত্র জ্ঞানে উদযাপন করেন বহু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। ভারতেও সেই ধারা অক্ষুণ্ণ। (ছবি:PTI)
এর মধ্যে 'গুড ফ্রাইডে'-র ভার অন্য রকম। দিনটি খ্রিস্টানদের কাছে যিশুর আত্মত্যাগ এবং ক্রুশের অসহ্য যন্ত্রণা মনে করার দিন। সে দিক থেকে দেখলে এটি তাঁদের কাছে শোকের উদযাপন, চিত্তশুদ্ধির দিন। (ছবি:PTI)
বিশ্বের নানা দেশেই এই দিনে সরকারি ছুটি থাকে। উপবাস, চার্চের বিশেষ উপাসনা-সহ, মিছিল এই দিনে একাধিক রীতিনীতিতে অংশগ্রহণের রেওয়াজ রয়েছে। এই দেশেও নানা শহরে সেই রীতির প্রচলন স্পষ্ট। (ছবি:PTI)
কেউ কেউ আবার এই দিনটিতে আমিষ জাতীয় খাবার বা দুধের সামগ্রী থেকে দূরে থাকেন। কোনও কোনও দেশে আবার গরম 'ক্রস বান' খাওয়া বাধ্যতামূলক। যে ক্রুশে যিশুক্রিস্টকে বিদ্ধ করা হয়েছিল, সেটি স্মরণ করতেই এই রীতি। (ছবি:PTI)
সার্বিক ভাবে দেখলে, এটি যিশুক্রিস্টের আত্মত্যাগ ও ভালবাসা স্মরণ করার দিন। গোটা বিশ্বের ক্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এটি শোকের উদযাপন। (ছবি:PTI)
ভারতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--নানা দিকেই এই ধর্মাবলম্বীরা দিনটি গুরুত্ব দিয়ে পালন করেন। আজও সকাল থেকে মিছিল বেরিয়েছে একাধিক শহরে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -