Chanakya Niti for Youth: যৌবনের একটা ভুলে বরবাদ হতে পারে জীবন, সতর্ক করে কী বলেছেন চাণক্য
প্রাচীনকাল থেকেই মনাীষীরা বলে গেছেন দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করে যুব সম্প্রদায়ের ওপর। কারণ যুবরা দেশের মেরুদণ্ড। য়ুব সম্প্রদায়কে উৎসাহিত করতে ও তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাঁদের সফল করার জন্য প্রতিবছর ১২ অগাস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিশু থেকে বৃদ্ধ হওয়ার মাঝে যুব অবস্থাটিকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সময়ে নেওয়া সিদ্ধান্ত যুব সম্প্রদায়কে উন্নতি বা অবনতির পথে নিয়ে যায়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
চাণক্য তাঁর নীতি শাস্ত্রে যুব সম্প্রদায়ের জন্য কিছু গরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গেছেন। যা মেনে চললে জীবনে সফলতা আসার পাশাপাশি তাঁরা ভবিষ্যতে আসা বিভিন্ন সমস্যার মোকাবিলা খুব সহজেই করতে পারবে। এগিয়ে যেতে পারবে উন্নতির পথে।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
চাণক্য নীতি অনুযায়ী, যৌবনে কষ্ট করুন তাহলে ভবিষ্যতে সফল হবেন।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
মৌর্য যুগের এই মহান পণ্ডিতের মতে, মূর্খ হওয়া হল জীবনের সবথেকে বড় কষ্টের কারণ। কোনও মানুষ মূর্খ হলে তিনি কোনটা ভুল আর কোনটা ঠিক তা বিচার করতে পারবেন না। ফলে জীবনে পদে পদে সমস্যার সম্মুখীন হবেন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ))
যুব সম্প্রদায়কে মূর্খ মানুষকে এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে চাণক্য। কারণ মূর্খের বুদ্ধিতে চললে জীবনের সুখ থেকে বঞ্চিত হবেন। তাই যুবদের এই ধরনের মানুষের থেকে দূরে থাকাই বাঞ্চনীয়।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
যৌবনে মূর্খের সঙ্গে থাকলে সারা জীবন তাঁদের ক্ষতি হবে বলে যুবক-যুবতীদের সাবধান করেছেন চাণক্য।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)
যুব সম্প্রদায়কে চাণক্যর পরামর্শ যে কোনও কাজ করার আগে নিজেকে তিনটে প্রশ্ন করুন। প্রথমত, আমি কি এই কাজটি করতে পারি? এই কাজের ফলাফল কী হবে? এই কাজে কী আমি সফল হতে পারব? যদি তিনটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে কাজটি করা উচিত। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
সমস্ত দিক বিবেচনা করে কাজটি শুরু করলে আর তা থেকে পিছিয়ে আসা যাবে না। কারণ যাঁরা সৎভাবে কোনও কাজ করেন তাঁরা সফল হবেই। কাজের মাঝে বাধা এলে তাকে অগ্রহ্য করে এগিয়ে যেতে হবে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -