Janmashtami 2024: সূর্যাস্তের পর আর থাকা যায় না এখানে? জন্মাষ্টমীর আগে রইল নিধিবনের সেই গা ছমছমে কাহিনী
বৃন্দাবনের নিধিবন মন্দির কৃষ্ণের সাক্ষাৎ দর্শনের সাক্ষী। এখানেই রাধা এবং সহস্র গোপিনীর সঙ্গে রাসলীলায় মাতেন। নিধিবনে রাধা এবং গোপিনীদের সঙ্গে রাসলীলা করে চলেন কৃষ্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি রাত্রেই গোপিনীদের সঙ্গে এই নিধিবনে রাসলীলায় মাতেন রাধা-গোবিন্দ। শোনা যায় ঠিক এই কারণেই নাকি, প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সত্যিই বড় আশ্চর্য জায়গা এই নিধিবন।
এটা বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ এবং রাধাজী রাস করতে মাঝরাতে আসেন।
এই বনে একটি রং মহল আছে। যেখানে মাখন ও চিনি রাখার প্রথা রয়েছে। শয়নকক্ষ প্রস্তুত করা হয় এই রং মহলে। রাতের পর রাত আমরা যখন এই ঘরের কাছে আসে কেউ, তখন মনে হয় এই ঘরে কেউ এসেছে, বলা হয় এমনটাই।
এমনটা বিশ্বাস করা হয় যে কেউ রাতে নিধিবনে থাকলে সে অন্ধ হয়ে যায়। রাত ৮টার পর তাই এই বনে প্রবেশ করা নিষেধ।
এরপর ভোর সাড়ে ৫টায় রংমহলের দরজা খুলে দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -