Janmashtami: মাখন-মিছরির সঙ্গে এই খাবারটিও পছন্দ করেন শ্রীকৃষ্ণ, জন্মাষ্টমীর ভোগের গুরুত্ব এখানেই
ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪.১৪য়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন।
বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর । শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এবং দ্বারকাতেও জন্মাষ্টমী পালিত হয় ধুমধাম করে৷ সেই সঙ্গে বাংলার ঘরে ঘরে চলে বালগোপালের পুজো।
যেহেতু জন্মাষ্টমীর পুজো রাতে হয়, তাই ৬ সেপ্টেম্বর তারিখটিই অনেকে বেছে নিচ্ছেন কৃষ্ণ জন্মাষ্টমী পালনের জন্য। জন্মাষ্টমী পুজোর শুভ ক্ষণের কথা যদি বলেন, তবে তা মাঝরাত ১২টা ২০ মিনিটে শুরু হবে। চলবে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
গোপালের প্রিয় মিষ্টি নাকি তালের মালপোয়া। যাকে তালপোয়াও বলা হয়ে থাকে। তবে তালের পদ বানানোর ঝক্কি অনেকেই নিতে চান না আজকাল। কিন্তু সব না হলেও বিশেষ দিনগুলোয় দু-একটা পদ দিয়ে তো গোপালের (Gopal) থালা সাজিয়ে ফেলতেই পারেন।
জন্মাষ্টমীর উৎসবের সময়, অনেক ধরনের ফল, মিষ্টি, ভোগ বা প্রসাদ ভগবানকে নিবেদন করা হয়। তাছাড়া মাখন-মিছরি তো আছেই।
গোপালের প্রিয় খাবার মাখন দিতে ভুলে যাবেন না কিন্তু। এই বিশেষ দিনে মালপোয়া, তালের বড়া, মাখন, মিছরি ইত্যাদি ইত্যাদি নানান ভোগ শ্রীকৃষ্ণের নিবেদন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -