Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jay Hanuman : ভয়, আতঙ্ক, টেনশন? কাটিয়ে উঠুন বজরঙ্গবলীর পুজো করে, ঠিকএই নিয়মে
মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে কেটে যায় নেতিবাচক সব কিছু। ভগবান হনুমানকে খুশি করার একটি কার্যকর উপায় হল হনুমান চালিশা পাঠ। স্নান করে, পরিষ্কার কাপড় পরে চালিশা পাঠ করতে হবে। লাল রঙের আসন পেতে বসুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতে কোনও সঙ্কট চললে মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা শুরু করতে হবে। টানা ৪০ দিন এই অনুশীলন চালিয়ে যান। উপরন্তু, প্রতি শনিবার এবং মঙ্গলবার মন্দিরে গেলে ভাল।
বিশ্বাসঘাতক ও অচেনা শত্রুদের থেকে দূরে থাকতে, মঙ্গলবার হনুমান চালিসা পাঠের পরে, ভগবান হনুমানের মূর্তিতে জুঁই তেল এবং সিঁদুর নিবেদন করুন।
আমিষ জাতীয় খাবার এবং অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ভগবান রামের নাম উচ্চারণ করলে ভগবান হনুমানের কৃপা পাওয়া যায়।
হনুমান যেহেতু রামভক্ত, তাই পুজোয় তুলসী পাতার ব্যবহার শুভ বলে মনে করা হয়। তাঁর আশীর্বাদ পেতে পুজোর পরে আরতি করুন।
হনুমানের পুজো করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোরভাবে পালন করতে হয়। বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমান নিজে নারীর স্পর্শ এড়িয়ে যেতেন। তাই পুজোর সময় নারীদের তার মূর্তি স্পর্শ করা উচিত নয়।
হনুমানের পুজো করেন এমন অনেকেই জানেন না যে তাঁর পুজোয় কখনো চরণামৃত ব্যবহার করা হয় না। এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে।
মনে রাখবেন কালো বা সাদা পোশাক পরে হনুমানের পুজো হয় না। এমনটা করা খুবই অশুভ। বজরঙ্গবলীর পুজোয় শুধুমাত্র লাল বা হলুদ রঙের পোশাক পরুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -