Kali Puja 2023 : কর্নাটক বিধানসভা ভবনের আদলে বিশাল মণ্ডপ, আলোর রোশনাই, নজরকাড়া আলিপুরদুয়ারের এই কালীপুজো
Alipurduar Junction Railway Builders Association Puja : পুজো ২৫ বছরে পদার্পণ করল। কর্নাটক বিধানসভা ভবনের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
আলিপুরদুয়ারের কালীপুজো
1/9
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। রবিবার অমাবস্যায় মা কালীর আরাধনা হবে বঙ্গে।
2/9
এই উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে শহর থেকে জেলা। আলিপুরদুয়ারে প্রতিবারের মতো এবারও নজর কাড়ল আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো।
3/9
এই জেলার অন্যতম বিগ-বাজেটের শ্যামাপুজো এটি। উদ্বোধন হল মহা সমারোহে। বৃহস্পতিবারই প্রদীপ জেলে রেলের ডিআরএম অমরজিৎ গৌতম সূচনা করলেন এবছরের উৎসবের। উপস্থিত ছিলেন রাজ্যের এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
4/9
আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের এবারের পুজো ২৫ বছরে পদার্পণ করল। কর্নাটক বিধানসভা ভবনের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
5/9
প্রায় ১০০ মিটার দৈর্ঘের এই প্যান্ডেল দেখতে বেশ কিছুদিন আগে থেকেই মানুষের ভিড় জমে যায়। উদ্বোধন হতেই নামল মানুষের ঢল।
6/9
শুধু প্যান্ডেলই নয়, রেলের গোটা মাঠ জুড়েই এলাহি ব্যাবস্থা। মাঠের অপরপ্রান্তে স্টেজে নিয়মিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
7/9
৭ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। আসবেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা ও মুম্বই উভয় শহর থেকেই আসছেন শিল্পীরা।
8/9
নজর কাড়বে প্রবেশদ্বার ও আলোর তোরণ। এত আলোর রোশনাইয়ে ধাঁধিয়ে যাচ্ছে চোখ।
9/9
আলিপুরদুয়ারে এই সংগঠন পুজোর পাশাপাশি ক্রমাগত নানা সমাজসেবামূলক অনুষ্ঠানেও যুক্ত থাকে। তাই তো এই সংগঠনের এত জনপ্রিয়তা। ছবি - অরিন্দম সেন
Published at : 11 Nov 2023 01:44 PM (IST)