Kali Puja 2023 : কর্নাটক বিধানসভা ভবনের আদলে বিশাল মণ্ডপ, আলোর রোশনাই, নজরকাড়া আলিপুরদুয়ারের এই কালীপুজো
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। রবিবার অমাবস্যায় মা কালীর আরাধনা হবে বঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে শহর থেকে জেলা। আলিপুরদুয়ারে প্রতিবারের মতো এবারও নজর কাড়ল আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পুজো।
এই জেলার অন্যতম বিগ-বাজেটের শ্যামাপুজো এটি। উদ্বোধন হল মহা সমারোহে। বৃহস্পতিবারই প্রদীপ জেলে রেলের ডিআরএম অমরজিৎ গৌতম সূচনা করলেন এবছরের উৎসবের। উপস্থিত ছিলেন রাজ্যের এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের এবারের পুজো ২৫ বছরে পদার্পণ করল। কর্নাটক বিধানসভা ভবনের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।
প্রায় ১০০ মিটার দৈর্ঘের এই প্যান্ডেল দেখতে বেশ কিছুদিন আগে থেকেই মানুষের ভিড় জমে যায়। উদ্বোধন হতেই নামল মানুষের ঢল।
শুধু প্যান্ডেলই নয়, রেলের গোটা মাঠ জুড়েই এলাহি ব্যাবস্থা। মাঠের অপরপ্রান্তে স্টেজে নিয়মিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
৭ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। আসবেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা ও মুম্বই উভয় শহর থেকেই আসছেন শিল্পীরা।
নজর কাড়বে প্রবেশদ্বার ও আলোর তোরণ। এত আলোর রোশনাইয়ে ধাঁধিয়ে যাচ্ছে চোখ।
আলিপুরদুয়ারে এই সংগঠন পুজোর পাশাপাশি ক্রমাগত নানা সমাজসেবামূলক অনুষ্ঠানেও যুক্ত থাকে। তাই তো এই সংগঠনের এত জনপ্রিয়তা। ছবি - অরিন্দম সেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -