Kali Puja 2023: দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা, তন্ত্র মতে পূজিতা বামাক্ষ্যাপার কালী

সাধক বামাক্ষ্যাপার কালী পুজো ঘিরে আজও উৎসবে মেতে ওঠেন বীরভূমের আটলা গ্রামের বাসিন্দারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শোনা যায়, আমাবস্যা রাতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।

বীরভূমের তারাপীঠ থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম।
১৮৩৭ সালে এই গ্রামে জন্মগ্রহণ করে ছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। পরে যিনি খ্যাত হন সাধক বামাক্ষ্যাপা নামে।
আটলা গ্রামের মা কালীর নাম ন্যাড়া কালি। শুরু থেকেই পুজো করে আসছেন বামাক্ষ্যাপার বংশধরেরা।
শোনা যায়, কালীপুজো দিন আমাবস্যা রাতে সাধক বামাক্ষ্যাপা তারাপীঠের মহাশশ্মান থেকে গ্রামে এসে মায়ের পুজো করতেন।
কালীর বৈশিষ্ট্য হল এখানে নীলাম্বরী মা এবং এলোকেশী। এখানে মায়ের কোনও মুকুট থাকে না। এখানে তন্ত্র মতে মায়ের পুজো হয়।
মাছ, মাংস, চাল ও কলাই ভাজা দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়।
বামদেবের মন্দিরেই মায়ের পুজো হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পুজো দেখত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -