Kali Puja 2023 কীভাবে সাজাবেন মা কালীর নৈবেদ্য, মদ কি দিতেই হয় ? কালীপুজোর খুঁটিনাটি
কালীপুজোয় কী করতে হবে, কীভাবে পুজো করলে মাকে তুষ্ট করা যাবে ? এ প্রশ্ন চিরকালীন। সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী প্রতি বছর আয়োজন করেন বিশেষ পুজো প্রশিক্ষণ শিবির। সর্বসাধারণের জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর আগে পুরোহিতকে হাত, পা ভাল করে ধুয়ে বসতে হবে। সম্পূর্ণ শুদ্ধাচারে, সম্পূর্ণ মনোসংযোগে পুজো করতে হবে। পুজো চলাকালীন চা বা অন্য সামগ্রী খেতে পারবেন না পুরোহিত। উচ্ছিষ্টমুখে পুজো করা যাবে না।
পুরোহিতকে তিরিক্ষি মেজাজের হলে হবে না। ভদ্রভাব, সু-আচরণ বজায় রাখতে হবে। কারণ পুজোর মত পবিত্র কাজে নিজেকে ব্রতী করেছেন পুরোহিত। পুজোর পদ্ধতি জানতে হবে যজমানকেও। না হলে পুজোর উদ্দেশ্য মুখ থুবড়ে পড়বে।
কালীপূজায় মুখের যেমন একটা ভাষা আছে দেহেরও একটা ভাষা আছে। মুখের মন্ত্রের সঙ্গে দেহের ভাষা মুদ্রারও ভীষণ প্রয়োজন কালীপুজোয়। বলছেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী।
মুদ্রা দেখালে মা আমোদিত বা খুশি হন। আহ্লাদিত হন। অতএব পুজো যিনি করবেন, মুদ্রা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। মুদ্রা যেমন, মৃগী মুদ্রা, অঙ্কুশ মুদ্রা, গোকর্ণ মুদ্রা, মৎস্য মুদ্রা, যোনি মুদ্রা, কূর্ম মুদ্রা।
পুজোর সময় মানসোপচারের কথা মানতে হবে। পুজো করতে বসতে হবে পদ্মাসনে। তবে সুখাসনেও বসা যায়। সঙ্কল্প করার সময় বীরাসনে বসতে হয়। কালীপুজোয় গুরুত্বপূর্ণ ন্যাস। ন্যাসের খুঁটিনাটি জানা প্রয়োজন যিনি পুজো করছেন, তাঁর।
পুজোর নৈবেদ্য করার সময় মাথায় রাখতে হবে, কাটা ফল শাস্ত্র অনুমোদন করে না। প্রতি নৈবেদ্যে দিতে হবে ঘি, দই, মধু, পাঁচ কড়াই।
তন্ত্রের দেবীর জন্য দিতে হবে মুদ্রা। নৈবেদ্যে থাকবে শুকনো ভাজা আটরকমের কড়াই। গুড় ও আদা দিতেই হবে মাকে। দিতে হবে মুসুর ডাল ও সৈন্ধব লবণ। ভোগের জন্য মাকে পুর-দেওয়া সামগ্রী দিতে হবে।
তন্ত্রের পুজোর জন্য দিতে হবে সম্বিধা বা সিদ্ধি। মদ কি দেওয়া যাবে কালীপুজোয় ? ডঃ জয়ন্ত কুশারী বলছেন, দক্ষিণাচারী কালীপুজো যাঁরা করেন, মদ তাঁদের দেওয়া উচিত নয়। মা তাঁদের কাছে মদ্যপায়ী নন। যারা বামাচারী বা বীরাচারী তাঁরা সুরা দিয়ে থাকেন।
কালীপুজোয় পূজান্তে বিসর্জন দেওয়া উচিত। পুজো করার পরে সূর্যোদয়ের পরে মায়ের বিসর্জন দেওয়া প্রয়োজন। বলছেন, সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী। (ডিসক্লেইমার : উপরিল্লিখিত মতামত বক্তার একান্ত নিজস্ব। এবিপি লাইভের সম্পাদকীয় কোনও অবস্থান, মতামত এবিষয়ে নেই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -