Kartik Purnima 2023 Date: কাল থেকেই শুরু পূর্ণিমা তিথি, রাসের দিন কী করলে মিলবে অগাধ পুণ্য?
কার্তিক মাসের পূর্ণিমা (Kartik Purnima 2023 )। উত্তরভারতে দেব দীপাবলি ( Dev Deepaboli 2023 ) । সারা ভারতে গুরু নানকের জন্মদিবস উদযাপন। আর বাংলার মাটিতে রাস উৎসব ( Rash Utsav 2023 ) । বাংলা ক্যালেন্ডারে অবশ্য কার্তিক পেরিয়ে অঘ্রাণ। তবে হিন্দি ক্যালেন্ডার অনুসারে এই তিথিকেই বলে কার্তিক পূর্ণিমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ণিমা তিথিতে এই উৎসবে মেতে ওঠেন কৃষ্ণপ্রেমীরা। লোকমুখে প্রচলিত কথা অনুসারে, এই দিন বৃন্দাবনের কালো যমুনার পাশে গোপিনীদের সঙ্গে জোছনার আলোয় অপূর্ব এক লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ।
এদিনই গোপিনীদের নাচে - গানে ও শ্রীকৃষ্ণের বাঁশীতে মুখর হয়ে উঠেছিল বৃন্দাবন ভূমি। বাংলার চৈতন্য ধাম নবদ্বীপের রাস উৎসব বিশেষ আকর্ষণ।
কৃষ্ণলীলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই তিথির মাহাত্ম্য। ২০২৩ সালে, রাস পূর্ণিমার উত্সব ২৭ নভেম্বর , সোমবার পালিত হবে।
রাস পূর্ণিমার দিনে পালিত হয় দেব দীপাবলি। এই দিনে পবিত্র গঙ্গায় ডুব দিয়ে পুণ্যার্জনের রীতি রয়েছে।
এ বছর কার্তিক পূর্ণিমা রবিবার ৩.৫৩ মিনিটে শুরু হচ্ছে। ২৭ নভেম্বর দুপুর ২:৪৫ মিনিটে শেষ হবে। উদয়তিথি হওয়ার কারণে, উৎসব ২৭ নভেম্বর পালিত হবে।
বিশ্বাস, দেবী লক্ষ্মীর আরাধনা করলে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হয়। এই দিন পুজোয় হলুদ কুড়ি নিবেদন করা দরকার। পরের দিনও এটি যত্নে রাখতে হবে।
প্রেমের উত্সব রাস। এদিন সব গোপিনীদের সঙ্গে প্রেমময় লীলায় মেতেছিলেন ভগবান।
লোক বিশ্বাস অনুসারে, এই পূর্ণিমায় উপবাস করা খুবই শুভ। এদিন উপবাস করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। এই দিনে সূর্যোদয়ের আগে স্নান খুবই পুণ্যের। ব্রহ্ম মুহূর্তে স্নান করলে জন্ম জন্মান্তর সেই পুণ্যের ফল মেলে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -