Vastu Tips: তুলসীকে জল দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়টি, ঘুচে যেতে পারে সমস্ত দুর্দশা
শাস্ত্র মতে, বাড়িতে তুলসী লাগিয়ে প্রতিদিন জল দেওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। তবে এমন কিছু দিন আছে যখন তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এই দিন হল রবিবার এবং একাদশীর দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনটা বিশ্বাস করা হয় যে, রবিবার বা একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে নানান সমস্যা।
কেন একাদশীতে তুলসীকে জল দেওয়া উচিত নয়- ধর্মীয় বিশ্বাস অনুসারে, কথিত আছে যে, একাদশীতে দেবী তুলসী উপোষ করেন এবং এই দিনে জল নিবেদন করলে উপোষ ভেঙে যায়।
কেন রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়? বাস্তু বিশেষজ্ঞরা এমনটাও বলছেন, আপনি যদি রবিবারে তুলসী গাছে জল নিবেদন করেন, তাহলে নেতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করবে।
এর কারণে আপনি জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হতে পারে, এটি আপনার জীবনে অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসতে পারে।
এছাড়াও বাস্তু মেনে আপনি তুলসী গাছ আপনার বাড়িতে রোপন করবেন
বাস্তু অনুযায়ী, তুলসী গাছ রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা হল পূর্ব দিক অর্থাৎ সকালের রোদ যেখানে খুব সুন্দর ভাবে ঝলমল করে বারান্দায়, ছাদে, জানলার কাছে একটি পরিষ্কার টবের মধ্যে তুলসী গাছ রোপন করুন।
বাড়িতে কখনো জোড় সংখ্যায় তুলসী গাছ রাখবেন না অর্থাৎ একটি, তিনটি, পাঁচটি, সাতটি এমন বিজোড় সংখ্যায় গাছ রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -