Kojagari Laxmi puja 2024: কখন শুরু কোজাগরী পূর্ণিমার তিথি, মা লক্ষ্মীকে তুষ্ট করার উপায় কী
এই পূর্ণিমায় সারারাত জেগে যিনি বা যাঁরা মা লক্ষ্মীর আরাধনা করেন দেবী তাঁদের সমস্ত ইচ্ছা পূরণ করেন বলে ধর্মীয় বিশ্বাস। 'কে জেগে আছে' এই শব্দ থেকেই কোজাগরী লক্ষ্মীপুজোর নামকরণ হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাম, ধন, যশ ও খ্যাতি প্রাপ্তির জন্য মূলত পূর্ববঙ্গের মানুষরা এই লক্ষ্মীপুজোর সূচনা করলেও আজ অনেকের বাড়িতেই এপুজো করা হয়। অনেক বারোয়ারী কমিটিও এই পুজোর আয়োজন করে থাকেন।
পঞ্জিকা অনুযায়ী এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি শুরু হচ্ছে বুধবার ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে। আর শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে অনেকে কলার ছড়া দিয়ে নৈবেদ্য সাজানোর পাশাপাশি পুজোর বেদীতে সোনা ও রুপোর গহনা রেথে দেন।
বাড়ির দোরগোড়ায় মা লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা আঁকার পাশাপাশি ধানের শিষের মতো করে আল্পনা আঁকেন বাড়ির নানাদিকে। অনেকে আবার সারারাত ধরে পুজো করেন মা লক্ষ্মীর।
লক্ষ্মী পুজোর দিন লাল, গোলাপি, হলুদ ও কমলা রঙের পোশাক পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। সাদা ও কালো পোশাক পরতে বারণ করেন।
লক্ষ্মী পুজোর দিন কাঁসার থালায় নৈবেদ্য সাজানোর পাশাপাশি কলাপাতাতে ভোগ ও ফল প্রসাদ নিবেদন করা হয়।
লক্ষ্মী পুজো বা মা লক্ষ্মীকে সাদা ফুল দিতে নেই। লাল, গোলাপি ও হলুদ ফুল দিয়ে পুজো করতে হয়।
তুলসী পাতারও ব্যবহার করা হয় না লক্ষ্মী পুজোর দিন। মা লক্ষ্মীর আসন পাততে হয় লাল বা গোলাপি কাপড়ে এতে মা অত্যন্ত সন্তুষ্ট হন বলে বিশ্বাস।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -