Lakshmi Puja 2024 : দেবী লক্ষ্মী বাঁধা থাকবেন আপনারই ঘরে, কোজাগরী পূর্ণিমার রাতে অবশ্যই মানুন এই নিয়ম
আজ ও আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতে উঠেছেন গৃহিণীরা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু হবে বাংলার ঘরে ঘরে।
মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যেভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি৷
সকলেই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চায়। কিন্তু কী করলে দেবী সন্তুষ্ট হবেন, কী করলে রুষ্টি হতে পারেন, এই নিয়ে নানা জনের মামা মত।
গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷
রীতি অনুযায়ী, পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷ মেঝেতে মূর্তি স্থাপন করবেন না। পরিষ্কার কাপড় পাতুন টেবিল বা বেদি বা চৌকির উপর। পারলে লাল কাপড় বিছিয়ে দেবীকে স্থাপন করুন।
পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না। সারা রাত প্রদীপ জ্বালান । তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন, যাতে প্রদীপ না নিভে যায়।
মূর্তি এমনভাবে স্থাপন করুন যাতে পুরোহিতের আসনে যিনি বসবেন, তিনি যেন উত্তর দিকে পিঠ করে বসেন।
দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী। তাই তাঁর সামনে ধান, পয়সা, কড়ি, সোনা বা রুপোর কয়েন সম্ভব হলে, সাজিয়ে দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -