Lakshmi Puja 2024 : দেবী লক্ষ্মী বাঁধা থাকবেন আপনারই ঘরে, কোজাগরী পূর্ণিমার রাতে অবশ্যই মানুন এই নিয়ম
মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যেভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি৷
কোজাগরী পূর্ণিমার রাতে অবশ্যই মানুন এই নিয়ম
1/9
আজ ও আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতে উঠেছেন গৃহিণীরা৷
2/9
রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু হবে বাংলার ঘরে ঘরে।
3/9
মানুষের বিশ্বাস, এদিন রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যেভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করে যান তিনি৷
4/9
সকলেই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চায়। কিন্তু কী করলে দেবী সন্তুষ্ট হবেন, কী করলে রুষ্টি হতে পারেন, এই নিয়ে নানা জনের মামা মত।
5/9
গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফল-মূলের পাশাপাশি চিড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷
6/9
রীতি অনুযায়ী, পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷ মেঝেতে মূর্তি স্থাপন করবেন না। পরিষ্কার কাপড় পাতুন টেবিল বা বেদি বা চৌকির উপর। পারলে লাল কাপড় বিছিয়ে দেবীকে স্থাপন করুন।
7/9
পুজোর স্থানটিকে সারা রাত অযত্নে ফেলে রাখবেন না। সারা রাত প্রদীপ জ্বালান । তাতে নিয়মিত ঘি বা তেল দিয়ে রাখুন, যাতে প্রদীপ না নিভে যায়।
8/9
মূর্তি এমনভাবে স্থাপন করুন যাতে পুরোহিতের আসনে যিনি বসবেন, তিনি যেন উত্তর দিকে পিঠ করে বসেন।
9/9
দেবী লক্ষ্মী সমৃদ্ধির দেবী। তাই তাঁর সামনে ধান, পয়সা, কড়ি, সোনা বা রুপোর কয়েন সম্ভব হলে, সাজিয়ে দিন।
Published at : 16 Oct 2024 03:26 PM (IST)