Laxmi Devi: আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির কোন দিকে লক্ষ্মীদেবীর ছবি রাখা উচিত?
লক্ষ্মীকে ধনদেবী হিসেবেই পুজো করা হয়। এছাড়াও প্রত্যেকটি হিন্দু বাড়ির সিংহাসনে লক্ষ্মী থাকবেই। যার নামে প্রতি বৃহস্পতিবার মঙ্গল ঘট বসানো হয়। তাই প্রতিটি বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী ধন-সম্পত্তি উন্নতির প্রতীক। তাই মনে করা হয়, মা লক্ষ্মীকে তুষ্ট করলেই মায়ের কৃপা পাওয়া যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযার ফলে সংসারে সুখ-শান্তি ধন-সম্পত্তির অভাব থাকবে না। তাই প্রত্যেকটি হিন্দি ধর্মের মানুষ লক্ষ্মী সন্তুষ্ট করার জন্যে নানারকম কাজ করে থাকেন। জেনে নিন, রোজকার গৃহস্থলীতে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্যে কিছু খুঁটিনাটি।
লক্ষ্মীদেবীর পুজো এবং দেবীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। শাস্ত্র মতে, পূর্ব দিক সবসময় ইতিবাচক দিক বলে বিবেচিত হয়। তাই বাড়িতে দেবীর মূর্তি বা ছবি থাকলে সবসময় পূর্ব দিক করে প্রতিষ্ঠা করা উচিত। যাতে করে মা লক্ষ্মীর মুখ সর্বদা পূর্বমুখী থাকে। এর ফলে বাড়িতে আর্থিক উন্নতির ফিরবে।
দেবী লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসেন। তাই লক্ষীর ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। মনে করা হয়, অপরিচ্ছন্ন বাড়িতে দেবী লক্ষ্মীকে কিছুতেই থাকতে চান না, মা চঞ্চলা হয়ে ওঠেন। তাই দেবীকে প্রসন্ন করতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যার ফলে গৃহস্থ বাড়িতে দারিদ্র্যতা ছুঁতে পারবে না।
অনেকেই বাড়িতে লক্ষ্মী মূর্তি থাকলেও অনেকেই হয়তো জানেন না যেই ছবিতে দেবীর মূর্তি পদ্ম ফুলের উপর বিরাজমান সেই ছবিই সর্বদা কেনা উচিত। কারণ পদ্ম ফুলের উপর বিরাজমান দেবী লক্ষ্মীর মূর্তিই ঘরে শান্তি ফেরাতে সক্ষম।
পদ্ম ফুল ছাড়া কোনো লক্ষ্মী মূর্তি ঘরে থাকলে সংসারের কখনই শান্তি ফিরবে না। আর পদ্মফুলের উপর লক্ষ্মী মূর্তি থাকলে সেই পরিবারে দেবী লক্ষ্মীর কৃপা সবসময় বরাদ্দ থাকবে। Disclaimer:- এই সঙ্গে কোনও প্রকার বৈজ্ঞানিক ভিত্তি নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -