Ma Lakshmi Puja : লোকসানের দিন ভুলে যান, ঘর ভরুন ঐশ্বর্যে, সহজ উপায়ে আজই তুষ্ট করুন মহালক্ষ্মীকে
Friday Astro Tips: শুধু বৃহস্পতিবার নয়। শুক্রবার দিনটিকেও দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর দিন হিসেবে ধরা হয়। এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদ বৃদ্ধি হয় বলে ভক্তদের বিশ্বাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রগ্রহকে মা লক্ষ্মীর কারক বলা হয়। শুক্র কারও কুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকলে অর্থক্ষেত্রে ইতিবাচক প্রভাব মেলে।
দেবী লক্ষ্মীকে খুশি রাখতে এবং তাঁর আশীর্বাদ পেতে ভক্তরা শুক্রবার বিশেষ পুজো পাঠ করতে পারেন। মা লক্ষ্মী শুধু সম্পদের দেবী নন, তিনি জীবনে লক্ষ্মীশ্রী বজায় রাখার দেবী। যাঁরা তাঁর আশীর্বাদ পান, তাঁদের জীবনে কখনও ধন-সম্পদ আর সমৃদ্ধির অভাব হয় না।
শুক্রবার কিছু বিশেষ কিছু নিয়ম মানলেই জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মী ও শুক্রগ্রহের কৃপায় জীবনে কোনও প্রকারের অভাব হয় না।
এই দিন সকালে ও সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করুন। দেবীকে প্রদীপ, ফুল, ফল এবং নৈবেদ্য নিবেদন করুন। এদিন পুজো শেষে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করুন। এই দিন সকালে ও সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করুন। দেবীকে প্রদীপ, ফুল, ফল এবং নৈবেদ্য নিবেদন করুন। এদিন পুজো শেষে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করে পুজো সম্পন্ন করুন।
ই দিন শুক্রগ্রহকে তুষ্ট করতে ওম শুম শুক্রায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করাও খুব শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মী ও শুক্রদেব কখনই অপরিচ্ছন্ন পরিস্থিতিতে বাস করেন না।
তাঁদের আশীর্বাদ চাইলে, তবে এই দিন অবশ্যই ঘর পরিষ্কার রাখুন। শুক্রবার সাদা রঙের ব্যবহার শুভ মনে করা হয়। শুক্রবার সাদা রঙের পোশাক পরে পুজো করা শুভ বলে মনে করা হয়।
শুক্র গ্রহ সম্পর্কিত জিনিস দান করাও শুভ। শুক্রবার, চাল, দুধ, দই, ময়দা এবং চিনির মতো সাদা রঙের জিনিস দান করতে পারেন।
শুক্রবার পিঁপড়ে ও গরুকে ময়দা খাওয়ালে পুণ্য অর্জন হতে পারে। ঘরে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আগমনের পুজো করুন । সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ দিতে পারেন। শুক্রবার পিঁপড়ে ও গরুকে ময়দা খাওয়ালে পুণ্য অর্জন হতে পারে। ঘরে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আগমনের পুজো করুন । সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ দিতে পারেন।
দেবী লক্ষ্মীর পুজো ভগবান বিষ্ণুর আরাধনা ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই শুক্রবার ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর একসঙ্গে পুজো করা উচিত। দেবী লক্ষ্মীর আরাধনায় শঙ্খ বাজতে হবে। শঙ্খ বাজালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন হন। ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -