Sarada Maa: 'ভাঙতে সবাই পারে গড়তে পারে ক'জনে?' সারদা মায়ের তিরোধান দিবসে সঙ্গী হোক মায়ের বাণীই
Maa Sarada Quotes: ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে? সারদা মায়ের তিরোধান দিবসে সঙ্গী হোক মায়ের বাণীই
সন্তানদের উদ্দেশ্যে বলা তাঁর অমৃতময় বাণী, যা আজও জীবনের পাথেয় হয়ে রয়েছে
1/8
রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী সারদা মায়ের সমগ্র জীবনই হলো অলৌকিক লীলার প্রকাশ। তাঁর বাণীর মধ্য দিয়ে তিনি তাঁর অগণিত সন্তানদের জীবনে চলার সঠিক ও উপযুক্ত শিক্ষা দিয়ে গিয়েছেন। ভক্তগনের মধ্যে তিনি পরিচিত ছিলেন শ্রী শ্রী মা নামে। ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
2/8
শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর সকল শিষ্যও ভক্তগণের কাছে তিনি ছিলেন পরম আশ্রয় স্থল। নিজের সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন কীভাবে জীবন যাপন করা উচিত, কীভাবে সংসারের মধ্যে থেকেও ভগবানের নামজপ করা যায়। ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
3/8
তিনি বলে গিয়েছিলেন, 'যদি শান্তি চাও মা, কারো দোষ দেখোনা। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার।' ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
4/8
"ভালোবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায়না।" ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
5/8
"ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কী করে যে তাকে ভাল করতে হবে তা বলতে পারে কজনে?" ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
6/8
"সংসারে কেমন করে থাকতে হয় জানো, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন।" ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
7/8
"কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দন্ড ও কাজ ছেড়ে থাকা উচিত নয়।" ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
8/8
মায়ের তিরোধান দিবসে আজ মায়ের বাণীই হোক আশ্রয়, পাথেয়। ছবিসূত্র- জয়রামবাটী/অফিসিয়াল সাইট
Published at : 20 Jul 2023 08:05 AM (IST)