Maha Kumbh 2025 : ১৪৪ বছরে এমন মুহূর্ত আসে একবারই ! কাল কখন মহাকুম্ভে শাহি স্নান? এছাড়া আর আছে তিথি?
Shahi Snan on Mauni Amavasya : মৌনি অমাবস্যা তিথি সূচনা হয়েছে ২৮ জানুয়ারি। তিথির বিস্তার ২৯ জানুয়ারি পর্যন্ত।
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে শাহি স্নান
1/8
১৪৪ বছর পরে মহাকুম্ভ ২০২৫ এ। এমন মুহূর্তের সাক্ষী থাকা সত্যিই বিশেষ, বিশ্বাস বহু হিন্দুধর্মাবলম্বীদের। মহা কুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
2/8
১৩ জানুয়ারিতে শুরু হয়েছে মহাকুম্ভের জমায়েত। এই দেড় মাসব্যাপী মহোৎসবের প্রতিদিনই প্রয়াগরাজে গঙ্গাস্নান করেন বহু ভক্ত। তবে এর মধ্যে কয়েকটি দিনকে শাহি স্নানের জন্য বিশেষ দিন হিসেবে ধরা হয়।
3/8
প্রথমটি ছিল ১৩ জানুয়ারি। পৌষ পূর্ণিমা তিথি স্নানের জন্য অত্যন্ত বিশেষ। এদিন বহু ভক্ত গঙ্গায় ডুব দেন পুণ্যার্জনের আশায়।
4/8
পরের তারিখটি ছিল মকর সংক্রান্তি, সেদিনও লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজে স্নান করেন। প্রয়াগের সুবিশাল সঙ্গমতটে প্রায় ৪ হাজার হেক্টর জমি জুড়ে বিছিয়ে থাকা কুম্ভ সাম্রাজ্যে জড়ো হয়েছিলেন কোটি কোটি ভক্ত ।
5/8
মৌনি অমাবস্যা তিথি সূচনা হয়েছে ২৮ জানুয়ারি। তিথির বিস্তার ২৯ জানুয়ারি পর্যন্ত। এদিনই রয়েছে শাহি স্নানের বিশেষ দিন। উত্তরপ্রদেশের সরকারি তথ্য অনুসারে, মৌনি অমাবস্যা তিথিতে সকাল ৮টা পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন ৫৫ লাখেরও বেশি মানুষ।
6/8
এরপরের শাহি স্নানের জন্য ভাল দিন হল সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। আগামী সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি আবার রয়েছে রাজকীয় স্নান বা শাহি স্নানের দিন।
7/8
এরপর ১২ ফেব্রুয়ারিতে পড়েছে মাঘী পূর্ণিমা। এই দিনটাও পঞ্জিকা অনুযায়ী স্নানের জন্য অতি বিশেষ। এদিন লক্ষ লক্ষ মানুষ জড়ো হবেন মহাকুম্ভে, মনে করছে উত্তরপ্রদেশ সরকার।
8/8
মেলা শেষ হচ্ছে মহা শিবরাত্রিতে।২৬ ফেব্রুয়ারি, বিশেষ এই তিথিতে মহাকুম্ভে পুণ্যার্জনের শেষ সুযোগ। তাই এই দিনের আগে পিছে কোটি কোটি ভক্ত আসতে পারেন প্রয়াগ রাজে।
Published at : 28 Jan 2025 01:29 PM (IST)