Mahashivratri 2024: মহাদেবের কাছে কীভাবে অর্পণ করবেন বেলপাতা ? জানুন সঠিক নিয়ম
আজ রাত ৯টা বেজে ৫৭মিনিট থেকে শিবরাত্রির লগ্ন শুরু। লগ্ন শেষ ৯ মার্চ ৬.১৭ মিনিটে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উদযাপন হয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহাদেবের পুজোর অন্যতম প্রধান উপাচার বেলপাতা। শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণের সময় কিছু নির্দিষ্ট দিকে খেয়াল রাখা জরুরি।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
বিল্বপত্রের তিনটি পাতার প্রতিটিই সম্পূর্ণ হওয়া জরুরি। শিবলিঙ্গে অর্পণের আগে সেটি দেখে নিন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ছেঁড়া বা শুকিয়ে যাওয়া বেলপাতা অর্পণ করা অশোভনীয়। বেলপাতাটি যাতে ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখা জরুরি।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অর্পণের সময় পাতার মসৃণ অংশ যাতে শিবের সংস্পর্শে থাকে, সেটি দেখে নিতে হবে। অর্পণের সময় হাতের মুদ্রার দিকে খেয়াল রাখতে হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
বিশুদ্ধ নিত্যকর্ম্ম পদ্ধতি অনুযায়ী, তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে বেলপাতার বোঁটা ধরে উপুুড় করে অর্পণ করতে হবে মহাদেবকে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
তুলসীপাতা অর্পণের সময় অনামিকা, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে পাতা চিৎ করে ধরতে হবে। সেইভাবেই অর্পণ করতে হবে। তবে শিবপুজোয় তুলসীপাতা অর্পণের নিয়ম নেই।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ফুল অর্পণের সময় যেভাবে গাছে ফুল জন্মায়, সেভাবেই বোঁটা ধরে অর্পণ করতে হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
মালতী, জুঁই, বকুল, জবা, শেফালি ফুল দিয়ে মৃন্ময় শিবের পুজো করা যায়। কিন্তু পাথরনির্মিত মূর্তির পুজো করা যায় না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
শিবের প্রিয় ফুল নাগকেশর, জুঁই, ধুতুরা, অপরাজিতা। মহেশ্বরের কাছে বাসি ফুল অর্পণ করা ঠিক নয়। (ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই। অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -