Mahishasura Facts: কারও কাছে খলনায়ক, কারও কাছে নায়ক, মহীশূর শহরের সঙ্গে জড়িয়ে মহিষাসুরের কাহিনি
Durga Puja 2025: কারও কাছে খলনায়ক, কারও কাছে নায়ক। মহিষাসুরকে নিয়ে রয়েছে অজস্র কাহিনি। ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক, মহীশূর পর্যটন বিভাগ।
ছবি: ফাইল চিত্র, ফ্রিপিক, মহীশূর পর্যটন বিভাগ।
1/9
বাঙালি যখন শারদোৎসবে মতে থাকে, সেই সময় উৎসবমুখর হয়ে ওঠে দক্ষিণের রাজ্য কর্নাটকও। ‘মহীশূর দশেরা’ উপলক্ষে ১০ দিনব্য়াপী উৎসব চলে সেখানে। অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় উদযাপন করা হয়।
2/9
দেবী চামুণ্ডেশ্বরীকে ঘিরেই এই উৎসব। বিজয়াদশমীতে বিরাট শোভাযাত্রা বের হয়। দেবী চামুণ্ডেশ্বরী তথা দুর্গার মহিষাসুর বধ উপলক্ষেই এই উদযাপন।
3/9
পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহিষাসুর ছিলেন অসুরদের পরাক্রমশালী রাজা। তার বাবা ছিলেন অসুরদের রাজা রম্ভাসুর এবং মা ছিলেন মহিষী। স্বর্গ থেকে মর্ত্যে আগমন ঘটে অপ্সরা মহিষীর।
4/9
আসলে মহিষীর নাম ছিল রাজকুমারী শ্যামলা। অভিশাপ পেয়ে মহিষের রূপ ধারণ করতে পারতেন। মায়াবি মহিষের হাত থেকে তাঁকে বাঁচাতে গিয়ে রম্ভাসুর মারা যান।
5/9
কিন্তু যমরাজের সামনে ঢাল হয়ে দাঁড়ান মহিষী। স্বামীর আত্মাকে নিজের গর্ভে স্থান দেন। সেই নিরিখে ছেলে মহিষাসুরের মাধ্যমে পুনর্জন্ম হয় রম্ভাসুরের।
6/9
ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন মহিষাসুর যে স্বর্গ, মর্ত্য, অসুরলোকের অধিপতি হবেন তিনি। কোনও মানুষ বা দেবতা তাঁকে হারাতে পারবেন না।
7/9
সেই বরে বলীয়ান হয়ে আগ্রাসী হয়ে ওঠেন মহিষাসুর। দেবতাদের উপর আক্রমণ চালিয়ে স্বর্গ দখল করেন তিনি। মহিষাসুরকে ঠেকাতে এর পর ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি থেকে জন্ম হয় অদম্য নারীশক্তি, দেবী দুর্গার।
8/9
দেবী দুর্গা এবং মহিষাসুরের মধ্যে ন’দিন ধরে যুদ্ধ হয়। দশম দিনে মহিষাসুরকে বধ করেন দুর্গা। সেইদিনটিই বিজয়া দশমী হিসেবে গণ্য হয়।
9/9
তবে বিভিন্ন সংস্কৃতিতে মহিষাসুরকে নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনি রয়েছে। বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের কাছে মহিষাসুর আসলে ‘নায়ক’। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উচ্চবর্ণের হিন্দুদের হাতে তাঁকে খুন হতে হয় বলে মনে করেন তাঁরা। তাঁরা মহিষাসুরকে ‘শহিদ’ হিসেবে দেখেন। দুর্গাপুজোর ঠিক পর পর তাঁরা মহিষাসুরের জন্য শোকপালনও করেন। কর্নাটকের কৃষক সম্প্রদায়ের একাংশও মহিষাসুরকে পুজো করেন, কারণ মহিষ এবং কৃষিকার্য পরস্পরের সঙ্গে সংযুক্ত।
Published at : 04 Sep 2025 08:52 AM (IST)