Makar Sankranti 2024: মকর সংক্রান্তি কবে? কোন সময় তৈরি হচ্ছে শুভ যোগ?
হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয়। নতুন বছরের প্রথম উৎসব মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি হিন্দু ধর্মের প্রধান উৎসব হিসেবে বিবেচিত হয়। যদিও মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালিত হয়, কিন্তু ২০২৪ সালে, মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি- এ পালিত হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appimage 2aগ্রহের রাজা সূর্য মকর রাশিতে যাত্রা করবে ১৪ জানুয়ারি, ২০২৪ মধ্যরাতে। উদয় তিথি গৃহীত হচ্ছে ১৫ জানুয়ারি। এমন পরিস্থিতিতে, ১৫ জানুয়ারি ২০২৪-এ মকর সংক্রান্তি পালিত হবে।
এমন পরিস্থিতিতে সূর্যাস্তের পর রাশি পরিবর্তনের কারণে এ বছর মকর সংক্রান্তির শুভ সময় হবে ১৫ জানুয়ারি। এ বছর মকর সংক্রান্তি আসবে ঘোড়ায় বসে অর্থাৎ তার বাহন হবে ঘোড়া এবং তার বাহন হবে সিংহ।
ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। মকর সংক্রান্তি গুজরাটে উত্তরায়ণ, দক্ষিণ ভারতে পোঙ্গল হিসেবে পালিত হয়। সূর্যের রাশি পরিবর্তন উপলক্ষে মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হয়।
মকর সংক্রান্তি উৎসবের সময় চাল, মুগ ডাল, গুড়, তামার কলসি, সোনা, পশমের বস্ত্র ইত্যাদি দান করলে সূর্যের কৃপা, পিতৃপুরুষের আশীর্বাদ, ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস।
মকর সংক্রান্তি পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে ১৫ জানুয়ারি রবি যোগ, শতভিষা নক্ষত্রে পালিত হবে। এই দিনে ভারিয়ান যোগ সারাদিন থাকবে। রবি যোগ হবে সকাল ৭:১৫ থেকে ৮:০৭ পর্যন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -