Kali Puja 2023: অমাবস্যার আগেই দশ মাথার মহাকালীর পুজো, তন্ত্র মতে শক্তির আরাধনা মালদায়
অমাবস্যায় নয়, চতুর্দশীতেই পুজোর আয়োজন। বছরের পর বছর ধরে এই রীতি মেনেই পুজো হচ্ছে মালদার ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই কালীর বিশেষত্ব দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা। পুজো হয় তান্ত্রিক মতে। প্রতিমার পায়ের নিচে শিব নয়, পরিবর্তে নর মুণ্ডু থাকে। মালদা শহরের এই মহাকালী পুজো এবছর ৯৩ বছরে পড়ল। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদার কিছু যুবক। যাঁরা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। পুজোর আগে এক বিশাল শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসা হয় মন্দিরে। তন্ত্র মতে পুজো হয় মহাকালীর। এমনকি বলি পর্যন্ত হয় এখানে।
মালদার ইংরেজবাজার শহরের গঙ্গাবাগের ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালীপুজো এখন দশ মাথার মহাকালী নামেই পরিচিত। ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাবের প্রতিষ্ঠাতা করেছিলেন কমলকৃষ্ণ চৌধুরী। তিনি কেষ্ট মাস্টার নামে পরিচিত ছিলেন।
প্রথমদিকে এই পুজো কেষ্ট মাস্টারের পুজো নামেই ইংরেজবাজার সহ জেলায় পরিচিতি ছিল। কেষ্ট মাস্টার ছিলেন একজন ব্যায়াম প্রশিক্ষক। লাঠি খেলা সহ বিভিন্ন শারীরিক কৌশলে পারদর্শী ছিলেন।
ইংরেজ শাসন থেকে মুক্তি পেতে তিনি গঙ্গাবাগে ১৯৩০ সালে ইংরেজবাজার ব্যায়াম সমিতির নামে একটি ক্লাব তৈরি করেন। সেখানে অবিভক্ত বাংলার বহু যুবক শরীরচর্চা সহ বিভিন্ন শারীরিক কসরত শিখতে আসতেন।
এই ব্যায়াম সমিতিতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে প্রশিক্ষণ দেওয়া হত। দেশের স্বাধীনতা সংগ্রামীদের শক্তি অর্জন করতেই এখানে শুরু হয় শক্তির আরাধনা।
ইংরেজশাসন পর্বে বিভিন্নভাবে অত্যাচারিত হতেন ভারতীয়রা। পুজো অনুষ্ঠানেও বাধা দেওয়া হত ইংরেজদের পক্ষ থেকে। তাই অমাবস্যার রাতে নয় তার আগের রাতে অর্থাৎ ভূত চতুর্দশীতে শুরু হয় মহাকালীপুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -