Mangal Dosh: মঙ্গল দোষে বাড়তে পারে প্রবল সমস্যা, কোন রাশিতে অশান্ত যোগ?

মঙ্গল দোষে বাড়তে পারে প্রবল সমস্যা, কোন রাশিতে অশান্ত যোগ?

কুণ্ডলীতে রাহুর সঙ্গে মঙ্গল থাকলে অঙ্গারক যোগ তৈরি হয়

1/7
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে শক্তি, ভূমি, শক্তি, সাহস, পরাক্রম এবং বীরত্বের কারক হিসাবে বিবেচনা করা হয়। কুণ্ডলীতে মঙ্গল ভালো অবস্থানে থাকলে ব্যক্তি অত্যন্ত সাহসী হয়।
2/7
কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অশুভ অবস্থান মানুষকে নানা ধরনের ঝামেলায় ফেলে।মঙ্গল অনেক সমস্যা সৃষ্টি করে। এই কারণেই মঙ্গলকে নিষ্ঠুর গ্রহও বলা হয়।
3/7
যদি মঙ্গল কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তি সর্বদা কোনো না কোনো সমস্যায় পড়েন। কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। এই ধরনের ব্যক্তিদের পারিবারিক জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
4/7
বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য মঙ্গল দোষ খুবই অশুভ বলে মনে করা হয়। এই ত্রুটির কারণে দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকে। মাঝে মাঝে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে।
5/7
মঙ্গল যদি কোনো পীড়িত অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তিকে জীবনের সকল ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। এই ধরনের ব্যক্তিরা স্বল্পমেজাজ এবং খিটখিটে হয়ে ওঠে। তারা নতুন কোনো কাজ শুরু করতে পারছেন না।
6/7
কুণ্ডলীতে রাহুর সঙ্গে মঙ্গল থাকলে অঙ্গারক যোগ তৈরি হয়। এই সংমিশ্রণ দুর্ঘটনা ঘটায়। এই যোগাসনের ফলে রক্ত ​​সংক্রান্ত গুরুতর সমস্যায় পড়তে হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গলবার উপবাস করলে অঙ্গারক যোগের অশুভ প্রভাব কমে যায়।
7/7
মঙ্গল দ্বারা গঠিত চতুর্থ অশুভ যোগ হল শনি মঙ্গল যোগ। একে অগ্নি যোগও বলা হয়। যখন এই সংমিশ্রণটি তৈরি হয়, তখন অনেক সময় একজন ব্যক্তিকে প্রাণঘাতী ঘটনার সম্মুখীন হতে হয়।
Sponsored Links by Taboola