Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Masik Shivratri 2024: বৈশাখী সোমবার, মাসিক শিবরাত্রি, তৈরি হচ্ছে দারুণ সংযোগ, ব্রত-পালনে কী উপকার?
শিবরাত্রি বছরের একদিন নয়। পঞ্চাঙ্গ অনুসারে, প্রতি মাসেই মাসিক শিবরাত্রি করা যেতে পারে। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। এইভাবে, সারা বছরে মোট ১২ টি মাসিক শিবরাত্রি উপবাস রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভক্তদের বিশ্বাস,মা পার্বতী এবং ভগবান শিবের বিয়ে হয়েছিল চতুর্দর্শী তিথিতে । তাই এই তিথির রাতে শিব ও পার্বতী তীর্থযাত্রায় বের হন।সেই ভাবনা থেকে এদিন মাসিক শিবরাত্রি পালন হয়।
মাসিক শিবরাত্রিতে, ভক্তরা শিব-পার্বতীর পুজো করেন। বৈশাখ মাসে শিব পুজোর বিশেষ গুরুত্ব আছে। মাসেক শিবরাত্রির দিন উপবাস রেখে শিবের পুজো করা হয়।
অনেকের বিশ্বাস, অবিবাহিতরা যদি মাসিক শিবরাত্রির উপবাস করেন, তাহলে তারা শীঘ্রই তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পান। বিবাহিত ব্যক্তি যদি মাসিক শিবরাত্রিতে উপবাস করেন এবং পুজো করেন তবে বিবাহিত জীবনে প্রেম বজায় থাকে।
এর পাশাপাশি মাসিক শিবরাত্রির উপবাসে যে কারও জীবনে সুখ, সমৃদ্ধি আসে। সন্তানের উন্নতি ও সম্পদ লাভের জন্য উপকারী বলে মনে করা হয়। বৈশাখে কবে মাসিক শিবরাত্রি পালন করবেন ?
বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৬ মে, সোমবার। দুপুর ২ টো ৪০ থেকে । তিথি শেষ হযবে মঙ্গলবার। ৭ মে , সকাল ১১. ৪০ নাগাদ।
একে বৈশাখী মাসিক শিবরাত্রিও বলা হবে। যেহেতু সোমবার পড়েছে এই তিথি,তাই এবার মাসিক শিবরাত্রির গুরুত্ব আরও বাড়বে। কারণ সোমবার ভগবান শিবের প্রিয় দিন এবং মাসিক শিবরাত্রি হল শিবের প্রিয় তিথি।
মাসিক শিবরাত্রিতে রাতের চারটি প্রহরে শিব ও পার্বতীর পুজো করা হয়। মাসিক শিবরাত্রির দিনে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করাও ফলদায়ক।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -