OM Mantra: ওম মন্ত্র পাঠে অলৌকিক উপকারিতা? ঐশ্বরিক ক্ষমতা আছে এই মন্ত্রের?
OM Chant:ওম মন্ত্রকে মনে করা হয় এটিই বিশ্বের প্রথম মন্ত্র
'ওম' মন্ত্রকে মনে করা হয় এটিই বিশ্বের প্রথম মন্ত্র
1/7
'ওম' মন্ত্রকে মনে করা হয় এটিই বিশ্বের প্রথম মন্ত্র। শাস্ত্র অনুসারে এই মন্ত্র জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হয়।
2/7
'ওম' হল সৃষ্টির প্রথম মহামন্ত্র। হিন্দু ধর্মে মন্ত্রের অসাধারণ গুরুত্ব রয়েছে। সব হিন্দু ধর্মগ্রন্থেই মন্ত্র জপের মহিমার কথা রয়েছে।
3/7
বলা হয়, এই মন্ত্র জপে একাগ্রতা বাড়ে। বারবার জপ করলে মনে পবিত্র চিন্তা আসে, নৈতিক বল পাওয়া যায়। এই মানসিক শক্তি ও নৈতিক বল আমাদের সাহায্য করে বড় বড় লক্ষ্য জয় করতে।
4/7
এই মন্ত্র জপে মন্ত্র সাধনা মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ও জোর নিয়ে আসে। ভৌতিক বাধা থেকে উদ্ধারলাভে সাহায্য করে মন্ত্র সাধনা। আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে মজবুত করে। যে কোনও মন্ত্র জপ করুন, আপনি যুক্ত হবেন ঈশ্বরের সঙ্গে।
5/7
বলা হয়ে থাকে, টানা জপ করলে তৈরি হয় ধ্বনি তরঙ্গ। তাতে কম্পিত হয় শরীরের স্থূল ও সূক্ষ অঙ্গ। এর ফলে মানুষের সূক্ষ শরীর সক্রিয় হয়, এর পরিণাম অসাধারণ।
6/7
যিনি নিয়মিত মন্ত্র জপ করেন, তাঁর মনে অশুভ চিন্তা আসতে পারে না। যদি আপনি সাত্ত্বিকভাবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন জপ করেন, তবে আত্মবিশ্বাস বেড়ে যাবে, বাড়বে ভরসা ধরে রাখার ক্ষমতা। বাঁচার পক্ষে যা অত্যন্ত জরুরি।
7/7
মনে করা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বপ্রথম যে শব্দের সৃষ্টি হয়েছিল, তা হল ওম। তারপর নম শিবায় - এই পাঁচটি অক্ষরের উত্পত্তি হয় মহাদেবের পাঁচ মুখ থেকে। এই কারণেই 'ওম' হল সৃষ্টির প্রথম মহামন্ত্র।
Published at : 11 Dec 2023 01:51 PM (IST)