Naihati Boro Ma : নৈহাটির বড় মা-র কাছে কালীপুজোয় অঞ্জলি দেবেন? কখন পৌঁছতে হবে ? মানতে হবে কী নিয়ম?
মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয়। এই আশায় কালীপুজোর দিন হাজারো মানুষের ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০০ ভরি সোনা ও ২০০ ভরি রুপোর অলঙ্কারে গত বছর সজ্জিতা ছিলেন ঘন কৃষ্ণবর্ণ মা কালী, বড় মা। এ বছর ১০১ তম বর্ষে বড় মা -র পুজো।
এক সময় সারা বছর মায়ের মন্দিরে মায়ের ছবিতে পুজো হত। তবে গত বছরই মায়ের কষ্টিপাথরের মূর্তি হয় নিত্য পুজোর জন্য। মায়ের মন্দির সারা বছর খোলা থাকলেও কালীপুজোর সময় এই নিত্যপুজোর মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
নৈহাটির মায়ের পুজোয় সব থেকে জনপ্রিয় কথা হল - ধর্ম যার যার বড় মা সবার। তাই জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের ভিড় হয় বড়মার দর্শন পেতে। বড় মা কারও মনের ইচ্ছেই অপূর্ণ রাখেন না।
বড় মার কাছে কেউ আসেন প্রার্থনা নিয়ে, কেউ আসেন প্রার্থনা পূরণের তৃপ্তি নিয়ে। হাসি-কান্না, প্রার্থনা-আর্তি, নানারকম আবেগে ভরে থাকে বড়-মার মন্দির।
নৈহাটিতে বড় মার পুজো হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার রাতে। সারা রাত ধরে চলবে পুজো। পুষ্পাঞ্জলি হবে রাত ১ টায়।
বড় মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চাইলে নিজেদেরই ফুল আনতে হবে।
বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ শুরু অমাবস্যা শুরু, শুক্রবার বিকেল ৫ টা অবধি থাকবে তিথি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -