Nil Sasthi 2024 : নীল ষষ্ঠী পালনে কী উপকার ? এ বছর কবে পালন করবেন ষষ্ঠী ?
বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ ষষ্ঠী । নীল ষষ্ঠী। সারা বাংলায় বহু মহিলাই নীল ষষ্ঠী পালন করে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীলের পুজো আসলে মহাদেবের পুজো। সেই সঙ্গে দেবী ষষ্ঠীর পুজোও বটে। মায়েরা নীল ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গলকামনায়।
আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ২৯ চৈত্র ১৪২৯। এইদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়।
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালিত হয়। সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। অনেকে সন্তানলাভের জন্যও ষষ্ঠীর ব্রত করেন। বিশ্বাস, নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না।
নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। শিবের মাথায় ডাবের জল ঢালার রীতি আছে ।
পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না। এছাড়া এদিন শিবকে ৫ ফল নিবেদন করার রীতি আছে।
শিবের পছন্দের ফুল ধুতুরা, আকন্দ। অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ। কল্কে ফুলেও পূজিত হন মহাদেব। বেলপাতা দিয়ে পুজো করা হয়। সঙ্গে লাগে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।
কন্যা-পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন। চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে পূজিত হন মহাদেব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -