Nil Sasthi : নীল ষষ্ঠীর উপবাস করেন? মহাদেবের পুজোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই নিয়ম

নীল ষষ্ঠীতে সারাদিনের উপবাসের পর শিবের পুজো করে উপবাস ভঙ্গ করেন মায়েরা। এই দিন শিবপুজোয় আছে কয়েকটি বিশেষ নিয়ম।

Nil Sasthi : নীল ষষ্ঠীর উপবাস করেন? মহাদেবের পুজোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই নিয়ম

1/10
আগামী ১৩ এপ্রিল বৃহস্পতিবার এই ব্রত পালনের দিন। বাংলার তারিখ ২৯ চৈত্র ১৪২৯।চৈত্র মাসের নীলষষ্ঠীর ব্রত পালনের রীতি বহুকালের।
2/10
ব্রতকথায় পুত্রসন্তানের মঙ্গলকামনার কথা বলা হলেও, কন্যা-পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন।
3/10
নীল ষষ্ঠীতে সারাদিনের উপবাসের পর শিবের পুজো করে উপবাস ভঙ্গ করেন মায়েরা। এই দিন শিবপুজোয় আছে কয়েকটি বিশেষ নিয়ম।
4/10
বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়।
5/10
এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে।
6/10
ফুল টাটকা হওয়া উচিত এবং বাসি নয়। যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী।
7/10
এই দিনে কালো কাপড় পরবেন না। শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন।
8/10
ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয়। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়।
9/10
শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। শিবের পুজোয় তিল দেওয়া হয় না।
10/10
ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নয়। হলুদ এবং কুমকুম ভগবান শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়।
Sponsored Links by Taboola