Pashupati Nath Temple: পশুদের পালন কর্তা তিনি, রক্ষা করেন হিমালয়বাসীকেও! পশুপতিনাথে বিশেষ পুজো

পশুদের পালন কর্তা তিনি, রক্ষা করেন হিমালয়বাসীকেও! পশুপতিনাথে বিশেষ পুজো

শীতকালে পশুপতিনাথকে গুড় ও দুধের বিশেষ নৈবেদ্য দেওয়া হয়

1/6
পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু নেপাল মাহাত্ম্য এবং হিমবতখণ্ডের মতে, এখানে দেবতা পশুপতি নামে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। ছবি- ফ্রিপিক
2/6
পশুপতিনাথ মন্দিরের তৈরি ৪০০ খ্রিস্টাব্দের প্রথম দিকে, এমনটা জানা যায় তথ্য থেকে। এখানে কীভাবে অলোক পশুপতিনাথের মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় নানা মুনির নানা মত রয়েছে। ছবি- ফ্রিপিক
3/6
মন্দিরকে কেন্দ্র করে একটি পৌরাণিক ঘটনার উল্লেখ পাওয়া যায় – একবার শিব ও পার্বতী কাটমান্ডুর বাগমতী নতীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুদ্ধ হয়ে হরিণের বেশ ধরে ওই এলাকায় ঘুড়ে বেড়াতে থাকেন দুজনে। কিন্তু দেবতারা পড়েছেন মহাফাঁপরে।শিব ছাড়া সৃষ্টি অচল প্রায়!অনেক কষ্টে শিবকে খুঁজে পেলেও দেবাদিদেব শিব এই স্থান থেকে যেতে নারাজ। ছবি- ফ্রিপিক
4/6
বহু অনুরোধে পরে শিব ঠিক করেন, তিনি যখন হরিণ বেশে এখানে ঘুড়েছেন তখন পশুদের পালন কর্তা হিসাবে এখানে তিনি পরিচিত হবেন। তারপর থেকেই এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পূজা করা হয়ে আসছে। ছবি- ফ্রিপিক
5/6
শীতকালে ভগবান পশুপতিনাথকে গুড় ও দুধের বিশেষ নৈবেদ্য দেওয়া হয়। বছরের পর বছর ধরে এই রীতি অনুসরণ করা হচ্ছে। ছবি- ফ্রিপিক
6/6
শীতকালে মন্দিরের গর্ভগৃহে একটি হিটার স্থাপন করা হয়। মন্দিরে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে এসব ব্যবস্থা করার প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে। ছবি- ফ্রিপিক
Sponsored Links by Taboola