Hanuman Garhi Temple: অযোধ্যায় রামলালা দর্শনের আগে কেন ভিড় উপচে পড়ছে হনুমানগড়িতে? কী মাহাত্ম্য?
তপোভূমি ভারতে তীর্থের নতুন ডেস্টিনেশন এখন অযোধ্যা। নতুন রাম মন্দিরের আকর্ষণে পুণ্যার্থীদের জনস্রোত পরিণত হয়েছে জনসুনামিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅপূর্ব স্থাপত্যশৈলীর মন্দির। রামলালার প্রশান্ত নয়ন মূর্তি। এসবের টানে অযোধ্যার রাস্তায় এখন শুধুই দর্শনার্থীদের ঢল।
বেনারস, প্রয়াগরাজের সঙ্গে এক বৃত্তে চলে এসেছে সরযূপাড়ের প্রাচীন কোশল জনপদ। রাম জন্মভূমিতে ভক্তদের উন্মাদনা কীভাবে আছড়ে পড়ছে, মঙ্গলবার সকালে হনুমানগড়ির এই ছবিতেই তা স্পষ্ট।
কাশীর যেমন কালভৈরব মন্দির, তেমনই অযোধ্যার হল হনুমানগড়ি। সঙ্কটমোচন হনুমানই হলেন রামরাজ্যের দুয়ারপাল।
অযোধ্যা শহরে পৌঁছে পুণ্যার্থীরা তাই প্রথমেই আসেন এই হনুমানগড়িতে।
পবনপুত্রের দরবারে মাথা ঠুকে তারপর অযোধ্যায় রামলালা দর্শনে যান তাঁরা।
রামলালার পুরনো মূর্তি যখন তাঁবুর নীচে পূজিত হত, তখনও চালু ছিল এই নিয়ম।
শ্রীরামচন্দ্রকে সাগরে পেরোতে সেতু বাঁধতে হয়েছিল। কিন্তু রামনামের জোরে এক লাফে সাগর অতিক্রম করেছিলেন হনুমান।
বজরঙ্গবলীর কতটা প্রভুভক্তি ছিল, তা বলতে গিয়ে প্রায়ই এই উদাহরণ দেন রাম-সীতার ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -