Hanuman Garhi Temple: অযোধ্যায় রামলালা দর্শনের আগে কেন ভিড় উপচে পড়ছে হনুমানগড়িতে? কী মাহাত্ম্য?

কেন ভিড় উপচে পড়ছে হনুমানগড়িতে? কী মাহাত্ম্য?

1/9
তপোভূমি ভারতে তীর্থের নতুন ডেস্টিনেশন এখন অযোধ্যা। নতুন রাম মন্দিরের আকর্ষণে পুণ্যার্থীদের জনস্রোত পরিণত হয়েছে জনসুনামিতে।
2/9
অপূর্ব স্থাপত্যশৈলীর মন্দির। রামলালার প্রশান্ত নয়ন মূর্তি। এসবের টানে অযোধ্যার রাস্তায় এখন শুধুই দর্শনার্থীদের ঢল।
3/9
বেনারস, প্রয়াগরাজের সঙ্গে এক বৃত্তে চলে এসেছে সরযূপাড়ের প্রাচীন কোশল জনপদ। রাম জন্মভূমিতে ভক্তদের উন্মাদনা কীভাবে আছড়ে পড়ছে, মঙ্গলবার সকালে হনুমানগড়ির এই ছবিতেই তা স্পষ্ট।
4/9
কাশীর যেমন কালভৈরব মন্দির, তেমনই অযোধ্যার হল হনুমানগড়ি। সঙ্কটমোচন হনুমানই হলেন রামরাজ্যের দুয়ারপাল।
5/9
অযোধ্যা শহরে পৌঁছে পুণ্যার্থীরা তাই প্রথমেই আসেন এই হনুমানগড়িতে।
6/9
পবনপুত্রের দরবারে মাথা ঠুকে তারপর অযোধ্যায় রামলালা দর্শনে যান তাঁরা।
7/9
রামলালার পুরনো মূর্তি যখন তাঁবুর নীচে পূজিত হত, তখনও চালু ছিল এই নিয়ম।
8/9
শ্রীরামচন্দ্রকে সাগরে পেরোতে সেতু বাঁধতে হয়েছিল। কিন্তু রামনামের জোরে এক লাফে সাগর অতিক্রম করেছিলেন হনুমান।
9/9
বজরঙ্গবলীর কতটা প্রভুভক্তি ছিল, তা বলতে গিয়ে প্রায়ই এই উদাহরণ দেন রাম-সীতার ভক্তরা।
Sponsored Links by Taboola