Pitru Paksha 2024: কবে থেকে শুরু পিতৃপক্ষ, কী কী করা উচিত ?
Pitru Paksha: দেবীপক্ষের ১৫ দিন আগে শুরু হয় পিতৃপক্ষ। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন এই সময় পূর্বপুরুষরা মর্ত্যলোকে নেমে আসেন। তাই তাঁদের প্রসন্ন করার জন্য নানা উপায়ের সাহায্য নেওয়া হয়।
প্রতীকী ছবি
1/11
এই বছর পিতৃপক্ষ শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন। আর শেষ হবে ২ অক্টোবর মহালয়ার দিন।(ছবি সৌজন্য- পিটিআই)
2/11
পিতৃপক্ষের সময় তর্পণ ও শ্রাদ্ধ সংক্রান্ত কাজের উপযুক্ত সময় বলে মনে করা হয়। তবে এই সময় শুভ কাজের জন্য উপযুক্ত নয় বলে পরামর্শ দেন শাস্ত্রজ্ঞ ও জ্যোতিষীরা।(ছবি সৌজন্য- পিটিআই)
3/11
পিতৃপক্ষের সময় সাত্ত্বিক খাবার খেতে হয়। আমিষ খাবার না খেলেই ভালো হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
4/11
মর্ত্যে নেমে আসা পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই সময় তাঁদের আরাধনা ও স্মরণ করা উচিত।(ছবি সৌজন্য- পিটিআই)
5/11
যাঁরা তর্পণ করবেন তাঁদের এই সময় নখ, চুল ও দাড়ি কাটা উচিত নয়(ছবি সৌজন্য- পিটিআই)
6/11
১৫ দিনের এই সময়কালে বেগুন, মসুর ডাল, ছোলা, কালো জিরে ও সর্ষে ও গোলমরিচ খেতে নেই।(ছবি সৌজন্য- পিটিআই)
7/11
পিতৃপক্ষের সময় বাড়ি পরিবর্তন করা বা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করা শুভ নয়।(ছবি সৌজন্য- পিটিআই)
8/11
পূর্বপুরুষ সন্তুষ্ট রাখার জন্য এই সময় বাড়িতে কারও জন্মদিন পালন না করার পরামর্শ দেওয়া হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
9/11
পূর্বপুরুষদের তর্পণ করার সময় পরিষ্কার পোশাক পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
10/11
এই সময় মিথ্যা ও কাউকে উল্টোপাল্টা কথা না বলাই ভালো এতে পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন বলে ধর্মীয় বিশ্বাস। (ছবি সৌজন্য- পিটিআই)
11/11
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 11 Sep 2024 01:03 AM (IST)