Shani Dev : দুর্ভাগ্য ভেবে কপাল না চাপড়ে আজই এভাবে সন্তুষ্ট করুন 'বড়ঠাকুর'কে
শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা । ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ বলেছেন , নব গ্রহের মধ্যে তিনি শনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাস্ত্র মতে, কর্ম অনুযায়ী ফল দেন শনি। আর তা দিতে গিয়ে কখনওই সত্যের পথ থেকে তিনি বিচ্যুত না।
সৎ পথে থাকাই শনিদেবের সবথেকে বড় পুজো। তবে শনিবার কিছু বিশেষ রীতি মানলে শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস। শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত খারাপ প্রভাব দূর হয়।
জ্যোতিষশাস্ত্রে, শনিকে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় , যিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনিকে কলিযুগের বিচারক এবং কর্মফলের দাতা বলা হয়।
বিশ্বাস, শনিবার সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে সূর্যাস্তের পর হনুমানজির পুজো করতে হয়।
শনিদেবের পুজোয় সিঁদুর,সরিষা বা কালো তিলের তেল ব্যবহার করুন। এই তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে নীল ফুল অর্পণ করুন।
শনিবার কালো গরুর সেবা করলে শনির অশুভ প্রভাব কমে যায়। একটি কালো গরুকে খেতে দিন, যত্ন করুন। এতে শনিদেব আশীর্বাদ করেন।
শনিবার স্নান করে কুশের আসনে বসুন। সামনে শনিদেবের মূর্তি বা ছবি স্থাপন করুন এবং পঞ্চোপচার দিয়ে তার যথাযথ পুজো করুন। এর পর রুদ্রাক্ষ জপমালা দিয়ে অন্তত পাঁচবার শনির যে কোনো একটি মন্ত্র জপ করুন। এতে ঘরে সুখ ও সম্পদ আসে।
এই দিনে কালভৈরব অর্থাৎ শিবের পুজো করলেও বিশেষ উপকার পাওয়া যায়। সন্ধেয় কালো তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি দোষ থেকে মুক্তির জন্য প্রার্থনা করা উচিত।
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ABP লাইভ বাংলা কোনও তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -