Radha Ashtami 2024: রাধাষ্টমী পালনে বদলে যায় ভাগ্য, জানেন তিথি কখন

Radha Ashtami: শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে পালন করা হয় রাধাষ্টমী। প্রতিবছর দিনটি পড়ে ভাদ্র মাসের শুক্লপক্ষে, অষ্টমী তিথিতে।

রাধাকৃষ্ণ

1/10
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, রাধা হলেন মা লক্ষ্মীর আরেকটি রূপ। কৃষ্ণের জন্মের ১৫ দিন পরে তাঁর জন্ম হয়েছিল।
2/10
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রাধারানীর জন্মদিনকেই রাধাষ্টমী হিসেবে পালন করা হয়।
3/10
ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পবিত্র প্রেমের সম্পর্ক স্মরণ রাখতে জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীও ভক্তির সঙ্গে পালন করেন কৃষ্ণ ভক্তরা।
4/10
এই বছর রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর রাত ১১টা ১১ মিনিটে। আর শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৬ মিনিটে।
5/10
যেহুতু সনাতন ধর্মে উদয় তিথি অনুযায়ী পালন করা হয় তাই রাধাষ্টমী পালন করা হবে ১১ সেপ্টেম্বর।
6/10
রাধাষ্টমীতে রাধারানীর পাশাপাশি ভগবান কৃষ্ণের আরাধনা করলে জীবনে সুখ-শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়।
7/10
১১ সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রাধা ও কৃষ্ণের পুজো করুন। সম্ভব হলে তিথি থাকা পর্যন্ত উপোস করে থাকুন।
8/10
খাবার যদি খেতেই হয় তাহলে নিরামিষ খাবার খাবেন। কোনও রকম আমিষ খাবার এই দিন খেতে নিষেধ করেছেন ধর্মগুরু ও জ্যোতিষীরা।
9/10
রাধাষ্টমী তিথিতে শারীরিক সংযম পালন করার পাশাপাশি কারও সঙ্গে ঝগড়া করতেও বারণ করা হয়।
10/10
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola