Rahu Mahadasha: রাহুর নজরে জীবন জেরবার? কী কী দেখলে বুঝবেন অশুভ দশা চলছে?
রাহুকে নেতিবাচক গ্রহ বলে মনে করা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটি একটি পাপ এবং নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচিত হয়। রাহু যদি রাশিতে অশুভ হয় তাহলে সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষের জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। রাহুর মহাদশা প্রায় ১৮ বছর স্থায়ী হয়। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে ১৮ বছর ধরে তার জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হতে হয়। রাহুর মহাদশা একজন ব্যক্তিকে জায়গায় জায়গায় ঘুরতে বাধ্য করে।
রাহু দুর্বল হয়ে পড়লে একজন ব্যক্তি মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করেন।
রাহুর দশার লক্ষণ, অন্ত্রের সমস্যা, আলসার এবং গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতে শুরু করেন।
ঘুমের সময় ঘন ঘন ভয়, শরীরে দুর্বলতা এবং অতিরিক্ত অলসতার মতো উপসর্গের সম্মুখীন হতে হয় রাহুর নজরে।
রাহুর অবস্থায় ব্যক্তি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়। পরিশ্রম করেও মানুষ তার পরিশ্রমের সমান ফল পায় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -